SC advises judges: বলা যাবে না প্রস্টিটিউট, অ্যাফেয়ার সহ সেক্সিস্ট শব্দ, বিকল্পের পথ দেখাল সুপ্রিম কোর্ট

লিঙ্গের ভিত্তিতে বাঁধাধরা কিছু শব্দ ব্যবহার নিয়ে এবার বিভিন্ন কোর্টের বিচারপতি, বিচারকদের উদ্দেশে পরামর্শ এল সুপ্রিম কোর্টের তরফে। ইংরেজি শব্দ, ‘affair’, ‘ladylike’, ‘mistress’, ‘marriageable age’ এগুলি ব্যবহারের জায়গায় বিকল্প শব্দ বন্ধনী ব্যবহার নিয়ে পরামর্শ দিয়ে এল নয়া হ্যান্ডবুক। সেখানে একাধিক শব্দ ব্যবহারের ক্ষেত্রে বিকল্প রূপে কোন কোনও বাক্য বা শব্দ ব্যবহার করা যাবে, তা নিয়ে বক্তব্য রাখে সুপ্রিম কোর্ট।

যে হ্যান্ডবুক, কোর্ট ও বিচারপতি, বিচারকদের জন্য সুপ্রিম কোর্ট পেশ করেছে ১৬ অগস্ট, সেখানে একাধিক লিঙ্গের ভিত্তিতে কিছু বাঁধাধরা শব্দ ব্যবহার না করে তার জায়গায় অন্য শব্দ বা বাক্য ব্যবহারের কথা বলা হয়েছে। তা নিয়েই এসেছে সুপ্রিম কোর্টের নয়া হ্যান্ডবুক। এই হ্যান্ডবুক সম্পর্কে বলতে গিয়ে দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, ‘উদ্দেশ্য অতীতের বিচারের সমালোচনা করা বা সন্দেহ করা নয় বরং শুধুমাত্র দেখানোর জন্য যে কীভাবে অজান্তে স্টেরিওটাইপ ব্যবহার করা যেতে পারে।’ এই হ্যান্ডবুকে রয়েছে, সেই সমস্ত শব্দ যা লিঙ্গের ভিত্তিতে অন্যায্যভাবে ব্যবহার হয়ে থাকে। ফলে সেই শব্দগুলির জায়গায় ন্যায্য কোনও বাক্য বা শব্দ ব্যবহারের পরামর্শ দিচ্ছে দেশের শীর্ষ আদালত। যে বাক্য বা শব্দগুলি নির্দেশ বা কোনও আর্জি দায়েরের সময় ব্যবহার করার কথা বলছে শীর্ষ আদালত। 

( Video: লন্ডনে ধ্বনিত হল ‘বন্দে মাতরম’! ভারতীয় দূতাবাসে স্বাধীনতা দিবসের উদযাপনে প্রবাসীরা)

( Video: সীমান্তের এই গ্রামকে সেনার ‘স্বাধীনতা দিবসের উপহার’এই ব্রিজ! নেপথ্যে কোন কাহিনি?)

( Libya clash: দুই সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষে অগ্নিগর্ভ পরিস্থিতি লিবিয়ায়! মৃত ২৭, আহত শতাধিক)

যে শব্দের তালিকা রয়েছে, তাতে রয়েছে ‘মেয়েলি’, ‘বিবাহযোগ্য বয়স’,’মিস্ট্রেস’,’সেক্স চেঞ্জ’ এমন বহু শব্দ। এছাড়াও অনেক সময় কোনও অপরাধের শিকার থেকে বেরিয়ে আসা ব্যক্তিত্বকে ‘সার্ভাইভার’ (উদ্ধার হওয়া) বা ‘ভিকটিম’ (শিকার) কোনটি বলা হবে, তা নিয়েও রয়েছে বিধি। সেখানে বলা হচ্ছে, দুটি শব্দই ব্যবহার করা যেতে পারে। তবে যদি ঘটনার কেন্দ্রীয় চরিত্র নিজে কোনও শব্দকে বেছে নেন, তাহলে সেই সিদ্ধান্তকে সম্মান করতে হবে। নয়া হ্যান্ডবুকের বিধি স্পষ্ট বলছে, ‘ট্রান্স সেক্সুয়াল’ এর জায়গায় ‘ট্রান্সজেন্ডার’ বলতে হবে, ‘আনওয়েড মাদার’ (অবিবাহিত মা) বলা যাবে না, সেখানে বলতে হবে ‘মাদার’ (মা)। এমন একাধিক শব্দবন্ধনী এদিন পেশ করেছে সুপ্রিম কোর্ট।