Turtle rescue: সিপিএমের প্রাক্তন বিধায়কের তৎপরতায় উদ্ধার বিরল প্রজাতির কচ্ছপ

প্রাক্তন বিধায়কের সামনেই রাস্তা দিয়ে পারাপার করছিল একটি বিরল প্রজাতির কচ্ছপ। শিকারীরা দেখলে হয়তো সেই কচ্ছপটিকে ধরে বাজারে বিক্রি করত। কিন্তু তার আগেই পান্ডুয়ার সিপিএমের প্রাক্তন বিধায়কের তৎপরতায় রক্ষা পেল বিরল প্রজাতির সেই কচ্ছপ। ওই কচ্ছপটিকে উদ্ধার করে বনদফতরের হাতে তুলে দিলেন পান্ডুয়ার প্রাক্তন বিধায়ক আমজাদ হোসেন। বনদফতর সূত্রে জানা গিয়েছে, কচ্ছপটিকে নির্দিষ্ট জায়গায় ছেড়ে দেওয়া হবে। 

আরও পড়ুন: খোলা বাজারে বিক্রি হচ্ছিল বিলুপ্তপ্রায় কচ্ছপ, নিজের টাকা খরচ করে উদ্ধার ছাত্রীর

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সিপিএমের আমজাদ হোসেন বর্তমানে বিধায়ক না থাকলেও বিভিন্ন সমাজসেবামূলক কাজের পাশাপাশি পরিবেশ রক্ষা বা  সচেতনতামূলক কাজ করে থাকেন। তিনি প্রায়ই রাতে বাড়ি ফেরেন। গত রবিবার রাতে এক রোগীকে হাসপাতালে ভর্তি করে তিনি বাড়ি ফিরছিলেন। সে সময় বৃষ্টি হচ্ছিল। বাইকে করে বাড়ি ফেরার পথে তিনি দেখতে পান বিরল প্রজাতির ওই কচ্ছপটি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। সঙ্গে সঙ্গে তিনি কচ্ছপটিকে ধরে বাড়িতে নিয়ে যান। কচ্ছপটির যাতে প্রাণহানি না হয় তার জন্য বাড়িতে গামলায় জল দিয়ে কচ্ছপটিকে রেখে দেন। এরপর সকালে তিনি বনদফতরকে খবর দেন। খবর পেয়ে বনদফতরের কর্মীরা তাঁর বাড়িতে গিয়ে কচ্ছপটিকে উদ্ধার করে। প্রাক্তন বিধায়ক জানান, রবিবার রাতে তিনি কচ্ছপটিকে উদ্ধার করেছেন। ওই কচ্ছপটি জয়পুর রোডে পাওয়া গিয়েছে। সেটিকে তিনি বাড়িতে নিয়ে আসার পর সেবা শুশ্রূষা করেন। পরে বনদফতরকে খবর দেন। বিধায়কের অনুমান, বৃষ্টি হওয়ার কারণে কচ্ছপটি অন্য জায়গা থেকে চলে এসেছিল। তবে বিধায়ক আশঙ্কা প্রকাশ কর জানান, অন্য কেউ কচ্ছপটি দেখলে তারা সেটি ধরে নিয়ে গিয়ে মেরে ফেলে দিত বা বাজারে বিক্রি করে দিত। এই অবস্থায় কচ্ছপ যাতে মেরে ফেলা না হয় তার জন্য সাধারণ মানুষের কাছে আবেদন জানিয়েছেন প্রাক্তন বিধায়ক। 

স্থানীয়দের বক্তব্য, আমজাদ বাবু বিধায়ক না থাকলেও তিনি প্রায়ই সমাজসেবামূলক কাজকর্ম করে থাকেন  বিভিন্ন দরকারে তিনি মানুষের পাশে এসে দাঁড়ান। এমনকী বিরোধীরা সে কথা জানেন। এর পাশাপাশি পরিবেশ রক্ষা নিয়েও তিনি উদ্যোগী ভূমিকা পালন করেন বলে বক্তব্য স্থানীয়দের। এদিকে, খবর পাওয়ার পরে বনদফতরের কর্মীরা প্রাক্তন বিধায়কের বাড়ি থেকে কচ্ছপটি উদ্ধার করে নিয়ে যান। বনদফতর সূত্রে জানা গিয়েছে, কচ্ছপটির বয়স তিন বছর  এর ওজন প্রায় দু কেজি। বনদফতরের তরফে জানানো হয়েছে, উদ্ধার হওয়া কচ্ছপটিকে নির্দিষ্ট জলাশয়ে ছেড়ে দেওয়া হবে।