ছাত্রমৃত্যুতে JU-র কাছে রিপোর্ট তলব করল জাতীয় শিশু সুরক্ষা কমিশন

হস্টেলে প্রথম বর্ষের ছাত্রমৃত্যুর ঘটনায় বিপদ আরও বাড়ল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। এবার চিঠি দিয়ে রিপোর্ট তলব করল জাতীয় শিশু সুরক্ষা কমিশন। এই ঘটনার পর কী কী পদক্ষেপ করা হয়েছে তা জানিয়ে ৭ দিনের মধ্যে রিপোর্ট দিতে হবে তাদের।

বৃহস্পতিবার জাতীয় শিশু সুরক্ষা কমিশনের তরফে চিঠি দেওয়া হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু ও রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যকে। চিঠিতে যাদবপুরের হস্টেলে ‘ব়্যাগিং ও তার পরবর্তী আত্মহত্যা’র অভিযোগ অভিযোগ আনা হয়েছে। ৯ অগাস্ট রাতের সেই ঘটনার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কী কী পদক্ষেপ করেছে তা জানিয়ে ৭ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে।

ছাত্রমৃত্যুর ঘটনায় ইতিমধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কাছে রিপোর্ট তলব করেছে রাজ্য শিশু সুরক্ষা কমিশন, জাতীয় মানবাধিকার কমিশন ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। মঞ্জুরি কমিশন ও রাজ্য শিশু সুরক্ষা কমিশনকে জবাব ইতিমধ্যে পাঠিয়েও দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রেজিস্ট্রারের পাঠানো সেই রিপোর্টে চরম ক্ষোভ প্রকাশ করেছেন কমিশনের চেয়ারপার্সন সুদেষ্ণা রায়। রিপোর্টে অসন্তোষ প্রকাশ করে বিদ্যালয়কে ফের ১২ দফা প্রশ্ন পাঠিয়েছে মঞ্জুরি কমিশন।