বাড়িভাড়া নিয়ে দিব্যি চলছিল ফোন চুরির কারবার, iPhone ছিনতাই করতেই বাঁধল বিপত্তি

iPhone চুরির তদন্তে নেমে আন্তর্জাতিক ফোন চুরি চক্রের হদিশ পেল পুলিশ। নজরদারি চালিয়ে নরেন্দ্রপুর থানা এলাকা থেকে আবদুল রহমান নামে এক মোবাইল ফোন চোরকে গ্রেফতার করেছেন তদন্তকারীরা। জেরায় ধৃত জানিয়েছে, মোবাইল ফোন চুরি করতে নরেন্দ্রপুরে বাড়ি ভাড়া করে থাকছিল সে।

ট্রেনে – বাসে মোবাইল ফোন চুরি কোনও নতুন ঘটনা নয়। সম্প্রতি নরেন্দ্রপুর থানা এলাকা বাসিন্দা এক ব্যক্তির iPhone চুরি যায়। থানায় অভিযোগ করেন তিনি। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে নরেন্দ্রপুর থানার পুলিশ। চুরি যাওয়া ফোনটির ওপর প্রযুক্তি ব্যবহার করে নজরদারি শুরু করেন তাঁরা। সেই তথ্য বিশ্লেষণ করে নরেন্দ্রপুরের গ্রিন পার্কের বাসিন্দা আবদুল রহমানের হদিশ পায় পুলিশ। তাঁকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করেন গোয়েন্দারা। জেরায় ধৃত জানায়, তার বাড়ি বারুইপুরের বৃন্দাখালিতে। মোবাইল ফোন চুরির কারবার করতে নরেন্দ্রপুরে বাড়ি ভাড়া নেয় সে।

ধৃতের বাড়িতে তল্লাশি চালিয়ে ৩৪টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। ধৃত জানিয়েছে, চোরাই ফোন কলকাতার নিউ মার্কেটে বিক্রি করতেন তিনি। চোরাই ফোন চলে যায় বাংলাদেশে। যাতে গোয়েন্দাদের অনুমান, এই চক্রে আরও অনেকে যুক্ত রয়েছেন।