Bangladesh Universal Pension Scheme: সবাই পাবেন পেনশন, বড় সুরক্ষার কথা ঘোষণা করল বাংলাদেশ সরকার

বড় উদ্যোগ নিল বাংলাদেশ সরকার। ইউনিভার্সাল পেনশন স্কিম। সর্বজনীন পেনশন। বলা হচ্ছে দেশের ১৮ বছরের বেশি বয়স যাঁদের তাঁরা সকলেই এই পেনশনের আওতায় আসবেন। বাংলাদেশের মানুষের জন্য এককথায় বিরাট খুশির খবর। বিরাট সামাজিক সুরক্ষার ব্যাপার। দেশের প্রায় ১০ কোটি মানুষের কল্য়াণের জন্য় এই বিরাট উদ্যোগ। ঠিক কেমন হবে এই ব্যবস্থা?

প্রগতি, সুরক্ষা, সমতা ও প্রবাসী নামে চারটি প্যাকেজ প্রাথমিকভাবে চালু করা হয়েছে। আসলে বাংলাদেশে চার শ্রেণির মানুষের জন্য এই বিশেষ পেনশন স্কিম। প্রবাসী বাংলাদেশি যাঁরা তাঁদের জন্যও ভাবা হয়েছে এই প্যাকেজে। নাম দেওয়া হয়েছে প্রবাসী প্যাকেজ। মানে নিজের দেশে তাঁরা নেই। কিন্তু তাঁরাও এই পেনশনের আওতায় থাকবেন। বেসরকারি ক্ষেত্রে যাঁরা কাজ করেন তাঁদের জন্য় থাকবে প্রগতি প্যাকেজ। আর অংসগঠিত ক্ষেত্রে যাঁরা কাজ করছেন, নিজের পায়ে দাঁড়িয়েছেন তাঁদের জন্য় থাকবে সুরক্ষা প্যাকেজ আর নিম্ন আয়ের মানুষ যাঁরা তাঁদের জন্য থাকবে সমতা প্যাকেজ। খবর প্রথম আলো সূত্রে। তবে আরও দুটো প্যাকেজ রয়েছে। সেগুলি পরে ঘোষণা করা হবে।

বৃহস্পতিবার সকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারি বাসভবন থেকে এই প্রকল্পের সূচনা করেন। ভার্চুয়াল মাধ্য়মে এই প্রকল্পের কথা ঘোষণা করা হয়।

তবে এই পেনশনের সুবিধা পেতে গেলে জনতাকে ঠিক কী করতে হবে?

১৮ বছরের থেকে বেশি কোনও ব্যক্তি ৬০ বছর বয়সে না পৌঁছন পর্যন্ত কিস্তি পরিশোধ করতে হবে। এরপর তিনি অবসর জীবনে পেনশন পাবেন। বলা ভালো পায়ের উপর পা তুলে বসে বসে খাবেন।

তবে ধরা যাক ৫০ বছরের কোনও ব্যক্তি এই পেনশনের সুবিধা পেতে চান? তবে তাঁকে ১০ বছর ধরে নির্দিষ্ট পরিমাণ করে কিস্তি দিতে হবে। তারপর তিনি পেনশনের সুবিধা পাবেন।

আসলে অনেকেই বৃদ্ধ বয়সে কীভাবে দিন কাটাবেন তার কোনও দিশা থাকে না। এবার তাঁদের জন্য বড় ভরসা দিল এই পেনশন স্কিম।