Buddhadeb Bhattacharya health update: ক্রমশ সুস্থ হচ্ছেন বুদ্ধদেব, খোলা হল রাইলস টিউব

আগের থেকে অনেকটাই ভাল আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ক্রমশ সুস্থ হয়ে উঠেছেন। গত দুদিন ধরে স্বাভাবিক ভাবে খাবার খাওয়ার পর বৃহস্পতিবার তাঁর রাইলস টিউব খোলা হল। চিকিৎসকরা জানিয়েছেন যেহেতু গত দুদিন ধরে স্বাভাবিক ভাবে খাবার খাচ্ছেন তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আপাতত অক্সিজেন সাপর্টেই রয়েছেন তিনি।

প্রাক্তন মুখ্যমন্ত্রীকে অর্ধতরল এবং তরল খাবার দেওয়া হয়েছে গত দুদিন ধরে। ফলও খেয়েছেন তিনি। বুদ্ধবাবুকে পরিচর্যা করার জন্য একজন নার্সকে রাখা হয়েছে। এছাড়া চিকিৎসকরা তাঁর পাম অ্যাভিনিউয়ের বাড়িতে গিয়ে দেখে আসছেন। চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত একমাস হোম কেয়ার সাপোর্টে থাকবেন তিনি। বাড়িতে তাঁকে গান শোনানোরও ব্যবস্থা করা হয়েছে। হাসপাতালে থাকতেই তিনি গান শোনার ইচ্ছা প্রকাশ করেন। সেই মতো বাড়িতে গান শোনানোর ব্যবস্থা করা হয়েছে।

(পড়তে পারেন। চালু হচ্ছে ‘দুয়ারে শাড়ি’, এবার সস্তায় জামাকাপড় বেচবে রাজ্য সরকার)

গত ২১ জুলাই শ্বাসনালির সংক্রমণের সমস্যা নিয়ে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। গত ৯ অগস্ট তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হয়। দক্ষিণ কলকাতার পাম অ্যাভিনিউয়ের তিনি চিকিৎসকদের নজরদারিতে রয়েছে। ধীরে ধীরে সুস্থও হয়ে উঠছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।

(পড়তে পারেন। আরও ১১০০ ইলেকট্রিক বাস নামবে কলকাতায়, দুষণ এবার বাই-বাই)