JU Student Death: ব্রাত্যকে নোটিশ না দিলে আমিও নাম বলব, শিশু সুরক্ষা কমিশনকে চ্যালেঞ্জ শুভেন্দুর

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে প্রথম বর্ষের ছাত্রের মৃত্যুর ঘটনায় রাজ্য শিশু সুরক্ষা কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন সুদেষ্ণা রায়কে চ্যালেঞ্জ করে বললেন, ক্ষমতা থাকলে ব্রাত্য বসুকে চিঠি পাঠান। নইলে আমিও প্রকাশ্যে নিহত ছাত্রের নাম বলে বেড়াব। এমনকী যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কয়েকটি ছাত্র সংগঠনকে ‘মমতা ব্যানার্জির বি টিম’ বলে উল্লেখ করেন তিনি।

ছাত্রমৃত্যুর উপযুক্ত তদন্তের দাবিতে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সামনে ধরনা কর্মসূচির ডাক দিয়েছিল ভারতীয় জনতা যুব মোর্চা। বিকেলে সেই কর্মসূচিতে যোগদান করে শুভেন্দুবাবু। বক্তব্য রাখার সময় তিনি বলেন, ‘শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু নিহত ছাত্রের নাম উল্লেখ করেছেন। তাঁকে সুদেষ্ণা যদি কালকের মধ্যে নোটিশ না পাঠান তাহলে আমিও ছাত্রের নাম নেব, বুকে ছবি ঝুলিয়ে ঘুরব। তার পর যা করার করে নেবেন।’ শুভেন্দুবাবু বলেন, ‘বিধানসভায় আমরা শিক্ষামন্ত্রীর থেকে যা বোঝার বুঝে নেব।’ তিনি জানান, শুক্রবার ১৫ জন বিধায়ক নিয়ে নিহত ছাত্রের বাড়িতে যাবেন তিনি। প্রয়োজনে পরিবারকে আইনি সহযোগিতাও করবেন।

এদিন সভা শেষ করে শুভেন্দুবাবু মঞ্চ থেকে নামতেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে প্রবল উত্তেজনা ছড়ায়। শুভেন্দুবাবুকে উদ্দেশ করে স্লোগান দিতে থাকে নকশালপন্থী ছাত্র সংগঠন আরএসএফের কয়েকজন সদস্য। শুভেন্দু অধিকারীকে কালো পতাকা দেখায় তারা। মুহূর্তের মধ্যে যুব মোর্চার সমর্থকদের সঙ্গে তাদের হাতাহাতি শুরু হয়ে যায়। হাতাহাতিতে এক আরএসএফ সমর্থকের নাক ফেটে ছে বলে জানা গিয়েছে। তাঁকে চিকিৎসা করাতে হাসপাতালে নিয়ে গিয়েছে পুলিশ।