Sports Highlights: পন্থের ব্যাটিংয়ের ভিডিও ভাইরাল, মোহনবাগানের জয়, জিতল ইস্টবেঙ্গলও, খেলার দুনিয়ার সারাদিন

<p><strong>কলকাতা:&nbsp;</strong>ঋষভ পন্থের (Rishabh Pant) ব্যাটিংয়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এএফসি কাপে মোহনবাগানের বড় জয়। কলকাতা লিগে জিতল ইস্টবেঙ্গল। খেলার দুনিয়ার সারাদিন।</p>
<p><strong>পন্থের ভিডিও ভাইরাল</strong></p>
<p>বিশ্বকাপের আগে সুখবর ভারতীয় ক্রিকেটপ্রেমীদের জন্য। গাড়ি দুর্ঘটনায় গুরুতর জখম হওয়ার পর এই প্রথমবার প্রকাশ্যে এল ঋষভ পন্থের (Rishabh Pant) ব্যাটিংয়ের ভিডিও। বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ব্যাটিং করছেন পন্থ – এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।</p>
<p>২০২২ সালের ডিসেম্বরে গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন পন্থ। অল্পের জন্য প্রাণরক্ষা হয়েছিল&nbsp;<a href="https://bengali.abplive.com/topic/indian-cricket-team" data-type="interlinkingkeywords">ভারতীয় দল</a>ের তারকা উইকেটকিপার-ব্যাটারের। তারপর থেকেই মাঠের বাইরে পন্থ। তাঁর হাঁটুতে একাধিক অস্ত্রোপচার হয়েছে। বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে আপাতত রিহ্যাব চলছে পন্থের।</p>
<p>তবে বুধবার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর আশায় বুক বাঁধছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। ভিডিওতে দেখা যাচ্ছে, মাঠে ব্যাটিং করছেন পন্থ। ফ্রন্টফুটে শট খেলতেও দেখা যাচ্ছে তাঁকে। বেশ সাবলীল দেখিয়েছে তাঁকে ব্যাট হাতে। যা দেখে আপ্লুত ক্রিকেটপ্রেমীরা। পন্থ যে দ্রুত মাঠে ফিরবেন, তা নিয়ে নিশ্চিত হয়ে গিয়েছেন ক্রিকেটপ্রেমীরা।</p>
<p><strong>মোহনবাগানের জয়</strong></p>
<p>ডুরান্ড কাপের ডার্বিতে চিরপ্রতিদ্বন্দ্বী&nbsp;<a href="https://bengali.abplive.com/topic/east-bengal" data-type="interlinkingkeywords">ইস্টবেঙ্গল</a>ের কাছে পরাজয় বা তারপর কলকাতা লিগের ম্যাচে পয়েন্ট নষ্টের দুঃস্বপ্ন ভুলে ঘুরে দাঁড়াল মোহনবাগান সুপার জায়ান্ট। বুধবার এএফসি কাপে (AFC Cup) দুর্দান্ত জয় ছিনিয়ে নিল মোহনবাগান (Mohun Bagan Super Giant)। নেপালের মাছিন্দ্রা এফসিকে ৩-১ গোলে হারাল জুয়ান ফেরান্দোর দল। জোড়া গোল করলেন আনোয়ার। মোহনবাগান জার্সিতে প্রথম গোল করলেন জেসন কামিংস।</p>
<p>ডার্বি হারের পর কলকাতা লিগের ম্যাচেও আটকে গিয়েছিল সবুজ-মেরুন শিবির। অবশেষে এএফসি কাপের ম্যাচে মাছিন্দ্রার বিরুদ্ধে ঘুরে দাঁড়াল মোহনবাগান। এই ম্যাচে জোড়া গোল করলেন আনোয়ার। ম্যাচে গোল করেন কামিংসও। প্রথমবার সবুজ-মেরুন জার্সিতে গোল করলেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপার। এরপর আগামী ২২ অগাস্ট ঢাকা আবাহনীর বিরুদ্ধে এএফসির প্লে-অফের ম্যাচে খেলবে&nbsp;<a href="https://bengali.abplive.com/topic/atk-mohun-bagan" data-type="interlinkingkeywords">মোহনবাগান</a>।</p>
<p><strong>জিতল ইস্টবেঙ্গল</strong></p>
<p>ডার্বি জয়ের পরই যেন আত্মবিশ্বাসটা বেড়ে গিয়েছে। ফের জয় ছিনিয়ে নিল ইস্টবেঙ্গল। পাঞ্জাব এফসিকে ১-০ তে হারিয়ে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে উঠে গেল লাল হলুদ শিবির। এ মরশুমে লাল-হলুদ শিবিরে যোগ দেওয়া স্প্যানিশ ফরোয়ার্ড হাভিয়ে সিভেরিওর গোলে এ দিন জয় পায় ইস্টবেঙ্গল এফসি।&nbsp;গত বছর ডুরান্ড কাপে গ্রপ পর্ব থেকে ছিটকে গিয়েছিল কলকাতার ক্লাব। ইন্ডিয়ান সুপার লিগে টেবলের নীচের দিকে ছিল তারা। কিন্তু এ মরশুমে যে তাদের সামনে উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করে আছে, মরশুমের শুরুতেই সেই ইঙ্গিত দিয়ে রাখল তারা। নতুন স্প্যানিশ কোচ কার্লস কুয়াদ্রাতের প্রশিক্ষণে প্রথমে সাড়ে চার বছর পর ডার্বি জয়, এ বার ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে ওঠা। এই দুই ঘটনাই বুঝিয়ে দিল, চেনা মেজাজে ফেরার পথে হাঁটতে শুরু করেছে <a title="ইস্টবেঙ্গল" href="https://bengali.abplive.com/topic/east-bengal" data-type="interlinkingkeywords">ইস্টবেঙ্গল</a>।</p>
<p><strong>মেসির ম্যাজিক গোল</strong></p>
<p>মার্কিন মুলুকে লিওনেল মেসির (Lionel Messi) স্বপ্নের দৌড় চলছে। লিগস কাপের ফাইনালে অনবদ্য গোল করলেন&nbsp;<a href="https://bengali.abplive.com/topic/argentina" data-type="interlinkingkeywords">আর্জেন্তিনা</a>র বিশ্বকাপজয়ী অধিনায়ক। তাঁর ম্যাজিক গোলে ফিলাডেলফিয়া ইউনিয়নকে ৪-১ গোলে হারিয়ে লিগস কাপের ফাইনালে পৌঁছে গেল ইন্টার মায়ামি (Inter Miami)।</p>
<p>ম্যাচের শুরু থেকেই ছিল ইন্টার মায়ামির দাপট। কিক অফের ৩ মিনিটের মাথায় জোসেফ মার্তিনেজ়ের গোলে এগিয়ে যায় ইন্টার মায়ামি। এরপর ১৯ মিনিটের মাথায় অবিশ্বাস্য গোল মেসির। কার্যত একক দক্ষতায় বল-সহ দৌড়ে ৩০ গজ দূর থেকে বাঁ পায়ের মাটি ঘেঁষা শটে গোল করেন মেসি।&nbsp;</p>
<p>সেই গোলের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। সমর্থকেরা বলাবলি করতে শুরু করেন, <a title="মেসি" href="https://bengali.abplive.com/topic/messi" data-type="interlinkingkeywords">মেসি</a> জীবনের সেরা ছন্দে রয়েছেন। পরের বিশ্বকাপে তাঁর খেলা উচিত বলে দাবিও ক্রমশ জোরাল হচ্ছে।</p>
<p><strong>ওয়াহাবের অবসর</strong></p>
<p>এখনও অনেকের চোখে ভাসে ২০১৫ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁর বোলিং স্পেল। শেন ওয়াটসনকে কার্যত কোণঠাসা করে দিয়েছিলেন।</p>
<p>আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তানের সেই বাঁহাতি পেসার ওয়াহাব রিয়াজ় (Wahab Riaz)। বুধবার&nbsp;সোশ্যাল মিডিয়ায় ওয়াহাব লিখেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়াচ্ছি। অবিশ্বাস্য একটা সফর ছিল। এবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিলাম। পাকিস্তান ক্রিকেট বোর্ডকে অনেক ধন্যবাদ। সেই সঙ্গে কৃতজ্ঞতা জানাব আমার পরিবার, কোচ, মেন্টর, সতীর্থ, ভক্ত ও আমাকে সমর্থন করা সকলকে।’ তবে তিনি যে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলা চালিয়ে যাবেন, জানিয়েছেন ওয়াহাব। লিখেছেন, ‘ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে উত্তেজক সময় অপেক্ষা করে রয়েছে’।</p>