রাশিয়া থেকে গম আমদানি করতে পারে ভারত, ভোটের আগে দামে লাগাম টানতে সতর্ক সরকার: Report

কিছুটা হলেও একটু অন্যরকম সিদ্ধান্তের পথে হাঁটছে ভারতবর্ষ। মূলত গমের দাম নিয়ন্ত্রণে আনতে এবার রাশিয়া থেকে গম আনার ব্যাপারে চিন্তাভাবনা করছে সরকার। দামে কিছুটা ছাড় মিললেই অর্থাৎ ডিসকাউন্ট রেটে ভারত এই গম রাশিয়া থেকে আমদানি করতে চাইছে। মূলত দেশের গমের চাহিদা মেটাতে ও গমের দাম নিয়ন্ত্রণ করার জন্য়ই এই উদ্যোগ।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আগামী বছর লোকসভা নির্বাচন।এর মধ্য়ে বিভিন্ন রাজ্য়ে বিধানসভা ভোট আছে। তার আগে অত্যন্ত হিসেব কষে চলছে সরকার। সেক্ষেত্রে যদি কোনওভাবে গমের দাম বেড়ে যায় তাহলে মহা সমস্যায় পড়তে পারেন সাধারণ মানুষ। সেক্ষেত্রে অত্যন্ত সতর্ক হয়ে পা ফেলতে চাইছে সরকার। সেই নিরিখেই এবার রাশিয়া থেকে গম আমদানি করে পরিস্থিতি সামাল দেওয়ার পরিকল্পনা নিচ্ছে সরকার।

অনেকের মতে, দেশের বহু মানুষ গমের উপর নির্ভরশীল। সেক্ষেত্রে গমের দাম বাড়লে পরিস্থিতি অন্যরকম হয়ে যেতে পারে। ক্ষোভ আছড়ে পড়তে পারে সরকারের উপর। তার প্রতিফলন হতে পারে ভোট বাক্সে। সেকারণে এবার সব জেনে বুঝেই পদক্ষেপ নিতে চাইছে সরকার। এমনটাই খবর। তবে সরকার এনিয়ে কোনও বিবৃতি দেয়নি।

সংবাদ সংস্থা রয়টার্স সূত্র মারফৎ জেনেছে, ভারত সরকার বিভিন্ন বাণিজ্যিক মাধ্য়মে ও সরকারের সঙ্গে সরকারের পারস্পরিক আলোচনার মাধ্যমে এই গম রফতানির দিকে যেতে চাইছে। অত্যন্ত সতর্কভাবে এই সিদ্ধান্ত নেওয়া হবে।

সেই ২০১৭ সালে ভারত শেষবার গম আমদানি করেছিল। বেসরকারি মাধ্য়মে প্রায় ৫.৩ মিলিয়ন মেট্রিক টন গম আমদানি করা হয়েছিল শেষবার। তবে তারপর থেকে বিদেশ থেকে ভারতকে আর গম রফতানি করতে হয়নি।

তবে এবার পরিস্থিতি কিছুটা ভিন্ন। সেকারণেই সরকার রাশিয়া থেকে গম নিয়ে আসতে চাইছে। তবে এখনও পর্যন্ত এনিয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি। সবটাই এখনও বেসরকারি স্তরে রয়েছে। তবে সপ্তাহখানেকের মধ্য়েই এনিয়ে আলোচনা চূড়ান্ত হতে পারে বলে খবর। তবে গত মাসে কেন্দ্রীয় পদস্থ কর্তা সঞ্জীব চোপড়া জানিয়েছিলেন, রাশিয়া থেকে গম আমদানি করার ব্যাপারে কোনও প্রস্তাব নেই। খবর মানি কন্ট্রোল সূত্রে।