IND Vs IRE 1st T20 Live Updates India playing against Ireland match highlights Malahide Cricket Stadium

ডাবলিন: অনেকগুলো কারণে ভারতীয় ক্রিকেট (Indian Cricket) দলের আয়ার্ল্যান্ড সফর ভীষণ গুরুত্বপূর্ণ। রোহিত, বিরাটদের মত সিনিয়র ক্রিকেটারদের অনুপস্থিতিতে তরুণ ক্রিকেটারদের কাছে নিজেদের মেলে ধরার সুযোগ থাকছে। সামনেই এশিয়া কাপ (Asia Cup 2023) ও বিশ্বকাপের (World Cup 2023) আসর। তার আগে দলের রিজার্ভ বেঞ্চ ঝালিয়ে নেওয়ার সুযোগ। তবে সবথেকে বেশি নজর থাকবে যশপ্রীত বুমরার (Jasprit Bumrah) দিকে। চোট সারিয়ে দীর্ঘদিন পরেই জাতীয় দলে ফিরেছেন। আর প্রথম সফরেই একেবারে অধিনায়ক হিসেবে মাঠে নামবেন। তবে আজ প্রথম টি-টোয়েন্টিতে তাঁর মানে নামা নিয়ে সংশয় রয়েছে। কিন্তু কেন?

আসলে নতুন করে কোনও চোট পাননি। ডাবলিনে দ্য ভিলেজে হওয়ার কথা প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। কিন্তু এই ম্য়াচ বৃষ্টিতে পুরো ভেস্তে যেতে পারে। অন্তত আবহাওয়ার পূর্বাভাস এমনই বলছে। সেখানকার স্থানীয় আবহাওয়া দফতর জানিয়েছে যে দিনে ৯২ শতাংশ ও রাতে ৯৮ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, চোট সারিয়ে প্রায় ১১ মাস পরে ক্রিকেটে ফিরতে চলেছেন বুমরা। টি-টোয়েন্টিতে দেশের ১১ তম অধিনায়ক বুমরা।

পিঠের চোটের ফলে বুমরাকে অস্ত্রোপ্রচারও করাতে হয়েছে। এতদিন চোটের জেরে মাঠের বাইরে থাকার পর প্রত্যাবর্তন ঘটানোটা একেবারেই সহজ নয়। মাঠে ফেরার পর নিজের আগের ছন্দ কী ফিরে পেয়েছেন তিনি? আয়ারল্যান্ড সিরিজ়ে ভারতীয় অধিনায়কের দায়িত্বে থাকা বুমরাকে এই প্রশ্নই করেছিল এবিপি লাইভ। সেই প্রশ্নের জবাবে সাংবাদিক সম্মেলনে বুমরা বলেন, ‘আমি আগে যেমন ছিলাম এখনও তেমনই রয়েছি। নিজের দক্ষতার ওপর সবসময়ই আমার বিশ্বাস ছিল। তবে হ্য়াঁ, এতদিন পরে মাঠে ফেরাটা যে সহজ নয়, সেই বিষয়ে আমি অবগত। শুরুতেই অতিরিক্ত আশা করাটা যে উচিত হবে না এবং ধীরে ধীরে নিজের সেরা ফর্মে, সেরা ছন্দে ফিরতে হবে সেটা জানি। খেলাটাকে উপভোগ করা, বেশি করে ম্যাচ খেলাটা জরুরি। এখানে আমরা সেটাই করব। শেষমেশ বলব আমি শারীরিকভাবে বেশ ভালই অনুভব করছি এবং আশা করছি সফরটা ভালই কাটবে।’

তবে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি ফর্ম্যাটে তিন ম্যাচ খেলবে ভারত। সেখানে বুমরা সর্বোচ্চ চার ওভার বল করতে পারবেন। সেখানে ৫০ ওভারের বিশ্বকাপে ১০ ওভার বল করতে হবে তাঁকে। বুমরা জানাচ্ছেন টি-টোয়েন্টি ফর্ম্যাট নয়, তাঁর প্রস্তুতিটা কিন্তু সম্পূর্ণভাবে বিশ্বকাপের কথা মাথায় রেখেই করা।