JU Student Death: ২১ অগাস্টের মধ্যে নকশালপন্থীদের নিষিদ্ধ না করলে JU-তে তালা ঝোলাবে ABVP

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে ছাত্রমৃত্যুর প্রতিবাদে বৃহস্পতিবার ABVP আয়োজিত কর্মসূচিতে যোগদানের পর নকাশলপন্থী ছাত্র সংগঠনের বিক্ষোভের মুখে পড়েন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই নকশালপন্থী সংগঠনকে নিষিদ্ধ করার জন্য প্রশাসন ও বিশ্ববিদ্যালয় কর্তপক্ষকে সময়সীমা বেঁধে দিল ABVP. শুক্রবার এক সাংবাদিক বৈঠকে সংগঠনের রাজ্য সম্পাদক সঙ্গীত ভট্টাচার্য জানিয়েছেন, ২১ অগাস্টের মধ্যে এই ছাত্র সংগঠনগুলিকে নিষিদ্ধ না করা হলে ২৫ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের গেটে তালা ঝোলাবেন তাঁরা।

এদিন ABVP-র তরফে দাবি করা হয়, যাদবপুর বিশ্ববিদ্যালয় নেশাড়ু ও দেশবিরোধী শক্তির আখড়া হয়ে উঠেছে। যারা এই ব়্যাগিং সংস্কৃতির হোতা, তারা পোশাক বদলে এখন বিচারের দাবিতে সরব হয়েছে। কর্তৃপক্ষের ঘাড়ে দায় ঠেলে বাঁচার চেষ্টা করছে তারা। যারা ক্যাম্পাসের ভিতরে সিসিটিভি ক্যামেরা লাগানোর বিরোধিতা করেছিল, এই মৃত্যুর দায় তাদেরও নিতে হবে।

ABVP-র প্রশ্ন, যে নকশালপন্থী সংগঠনের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ উঠেছে তাদের কোনও নেতা প্রতিক্রিয়া দিচ্ছেন না কেন? অথচ অন্যান্যরা প্রতিক্রিয়া দিচ্ছেন। ২৫ অগাস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয় বাঁচাও অভিযানের ডাক দিয়েছে ABVP. সঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবিতে UGCকে তাঁরা চিঠি দেবেন বলে জানিয়েছেন সংগীত ভট্টাচার্য।