Justice Abhijit Gangopadhyay: এবার কালিম্পং! অবৈধ নির্মাণ ভাঙতে ফের বুলডোজারের পরামর্শ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

ফের অবৈধ নির্মাণ ভাঙতে বুলডোজার ব্যবহারের পরামর্শ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কালিম্পং পুরসভার অন্তর্গত এলাকায় একটি বেআইনি নির্মাণের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ। সেই নির্মাণটি ভেঙে দেওয়ার জন্য পুরসভাকে নির্দেশ দেন বিচারপতি। ভাঙার প্রয়োজনে বুলডোজার ব্যবহারেরও পরামর্শ দেন তিনি।

কিন্তু বিষয়টি এখানে শেষ হয়নি। আদালতের নির্দেশের পরও নির্মাণের খানিকটাই ভাঙা হয়েছিল। বৃহস্পতিবার বিষয়টি ফের আদালতের কাছে এলে পুর আধিকারিকের কাছে বিচারপতি জানতে চান কেন সম্পূর্ণ ভাঙা হয়নি নির্মাণটি। উত্তরে তিনি জানান, ভাঙতে বাড়তি সময় লাগবে। বিচারপতি আরও পাঁচদিনের সময় দিয়েছেন। আগামী সোমবারের মধ্যে নির্মাণটি ভাঙতে হবে পুরসভাকে।

কালিম্পংয়ের ১১ মাইল, ঋষি রোডের নীচের তলার ভবনটি বেআইনি ভাবে নির্মিত বলে অভিযোগ এনে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলা করেন বীরবাহাদুর বলন নামে এক ব্যক্তি। তাঁর যুক্তি ছিল, ওই ধরনের বেআইনি নির্মাণ পাহাড়ি এলাকায় বিপদ ডেকে আনতে পারে। ওই নিমার্ণের উপর একটি স্কুলও রয়েছে। কিন্তু পুর কর্মীরা তা ভাঙতে গিয়ে দেখেন পুরো বিল্ডিংটাই বেআইনি ভাবে তৈরি। তাই খানিকটা ভেঙে তারা কাজ বন্ধ রাখেন।

ভাঙা বন্ধ রয়েছে দেখে আবার আদালতের দ্বারস্থ হন বীরবাহাদুর বলন। বিচারপতি গঙ্গোপাধ্যায় তখন এগজিকিউটিভ অফিসারকে হাজির হওয়ার নির্দেশ দেন।

বৃহস্পতিবার পুর আধিকারিক আদালতে হাজির হলে, বিচারপিত জানাতে কেন আদালতের নির্দেশ মানা হয়নি। তিনি জানান ভাঙতে আরও কিছু দিন সময় লাগবে। বিচারপতি গঙ্গোপাধ্যায় পুর নির্মাণ ভাঙার জন্য পাঁচদিন সময় দেন।

এর আগেও মানিকতলায় একটি অবৈধ নির্মাণ ভাঙার জন্য বুলডোজার ব্যবহারের পরামর্শ দিয়েছিলেন। সেই মামলায় তিনি মন্তব্য করেন,’ওই নির্মাণ ভাঙতে প্রয়োজনে যোগী আদিত্যনাথের কাছ থেকে বুলডোজার ভাড়া করুন।’ ফের তিনি অবৈধ নির্মাণ ভাঙতে বুলডোজার ব্যবহার করতে বললেন।