Malaysia plane crash: ব্যস্ত হাইওয়েতে আচমকা আছড়ে পড়ল বিমান! নিমেষে মৃত্যু ১০ জনের, মালয়েশিয়ার দুর্ঘটনায় ভিডিয়ো ভাইরাল

আর চার পাঁচটা দিনের মতোই ব্যস্ত ছিল মালয়েশিয়ার সেলাঙ্গরের হাইওয়েইটি। আচমকাই সেখানে আছড়ে পড়ে বিমান। ব্যস্ত চার লেন-এর হাইওয়ের ওপর বিমান আছড়ে পড়তেই বিরাট অগনিস্ফুলিঙ্গ দেখা যেতে শুরু করে। নিমেষে মৃত্যু হয় ১০ জনের। ঘটনায় বিভীষিকাময় ভিডিয়ো উঠে আসে সোশ্যাল মিডিয়ায়। এমন দুর্ঘটনার জেরে শোকের ছায়া মালয়েশিয়ায়।

নিত্যদিনের ব্যস্ততার মতোই দুর্ঘটনার দিন বৃহস্পতিবারও চেনা ব্যস্ততা দেখা গিয়েছে মালয়েশিয়ার ওই হাইওয়েতে। এদিকে, আকাশপথে বিচক্রাফ্ট মডেল ৩৯০ বিমানটি যাচ্ছিল সুলতান আবদুল আজিজ শাহ বিমানবন্দরের দিকে। মালয়েশিয়ার লাংকোয়াই দ্বীপ থেকে ওই বিমানটি রওনা হয়েছিল ৬ জন যাত্রীকে নিয়ে। বিমানে ছিলেন ২ ক্রিউ সদস্য। এরপরই বিমানটি বিমান বন্দরের দিকে যেতে থাকে। তখনই ঘটে যায় ওই দুর্ঘটনা। মালয়েশিয়ার বায়ুসেনার প্রাক্তন এক অফিসার মহম্মদ হাশিম ঘটনার পরই সেখানে ছুটে যান। তিনি বলছেন, ‘ঘটনার পর আমি সেখানে গিয়েছিলাম। বিমানের ধ্বংসাবশেষ পড়েছিল। আমি মানুষের দেহও অগ্নিদগ্ধ হয়ে পড়ে থাকতে দেখেছি। আমি কিছু করতে পারিনি।’

প্রসঙ্গত, মালয়েশিয়ার সেলেঙ্গায় এই ভয়াবহ দুর্ঘটনায় একটি হালকা ওজনের প্রাইভেট জেট দুর্ঘটনাগ্রস্ত হয়। বিমানটি হাইওয়েতে আছড়ে পড়তেই ব্যাপক বিস্ফোরণ ঘটে। বিরাট আকারের অগ্নিস্ফুলিঙ্গ দেখা যায়। মুহূর্তে ধোঁয়ার কুণ্ডলী উপরের দিকে উঠতে দেখা যায়। গোটা এলাকা মুহূর্তে ঢেকে যায় ধোঁয়ায়। গোটা ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে আসতে থাকে। ধরা পড়ে ঘটনার বীভৎস রূপ।

দেখা যায় দুর্ঘটনার সময় ওই চার লেনের হাইওয়ে ধরে একের পর এক মোটরসাইকেল ছুটছিল। সেখান দিয়ে তখন যে সমস্ত গাড়ি যাচ্ছিল, তার ড্যাশবোর্ড ক্যামেরায় গোটা ঘটনা ধরা পড়ে যায়। সেলাঙ্গারের পুলিশ জানাচ্ছে, ঘটনার সময় বিমানে ছিলেন ৬ জন যাত্রী। আর ২ জন ক্রিউ সদস্য। বিমানটি হাইওয়েতে চলা গাড়ি ও মটরসাইকেলের ওপর ভেঙে পড়ে, ফলে ঘটে যায় দুর্ঘটনা। জানা গিয়েছে সেদেশের একটি রসর্ট থেকে ওই বিমানটি উড়ে যায় আকাশে। এরপর অবতরণের খুব কাছে এসে সেলেঙ্গারের শাহ আলম জেলার একটি হাইওয়েতে আছড়ে পড়ে বিমান। মালয়েশিয়ার জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, বিমানটি এত জোরে এসে ধাক্কা খায়, যে তা আশপাশের বাড়িগুলিকে কাঁপুনি ধরিয়ে দিয়েছিল। তীব্র কম্পনে কেঁপে ওঠে আশপাশের বাড়িগুলি। গোটা ঘটনায় শোকের ছায়া মালয়েশিয়ায়।