Partha Chatterjee: পার্থর বাড়িতেই তৈরি হত অযোগ্যদের তালিকা, তালিকা অনুসারে সুবীরেশ দিতেন চাকরি

SSC নিয়োগ দুর্নীতিতে কাকে কাকে চাকরি দিতে হবে তার তালিকা তৈরি হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে। তালিকায় চূড়ান্ত অনুমোদন দিতে পার্থ নিজে। আদালতে এই দাবি করল CBI. সঙ্গে তাদের দাবি, অবাধে দুর্নীতি করতে নিজের পছন্দের লোকদের বিভিন্ন পদে বসিয়েছিলেন পার্থ।

তিনি শিক্ষামন্ত্রীর পদে থাকলেও নিয়োগ দুর্নীতিতে তাঁর কোনও ভূমিকা নেই। আদালতে বারবার এমন দাবিই করতে শোনা গিয়েছে জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। কিন্তু বৃহস্পতিবার আদালতে সিবিআই যে তথ্য পেশ করল তাতে খারিজ হয়ে গেল পার্থর দাবি। স্পষ্ট হল, যাবতীয় দুর্নীতির নাটের গুরু পার্থ নিজেই।

এদিন আদালতে সিবিআই জানায়, পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়ির নীচের তলায় একটি অফিস বানিয়েছিলেন তিনি। সেই অফিসে যাতায়াত ছিল প্রসন্ন রায়ের মতো চাকরি এজেন্টদের। ওই অফিসে বসে কাদের চাকরি দিতে হবে তার তালিকা তৈরি করতেন প্রসন্ন রায়রা। সেই তালিকায় চূড়ান্ত অনুমোদন দিতেন পার্থ। তার পর সেই তালিকা পৌঁছে যেত SSC-র তৎকালীন সভাপতি সুবীরেশ ভট্টাচার্যের কাছে।

আদালতে সিবিআই আরও দাবি করেছে, অবাধে দুর্নীতি করতে নিজের পছন্দের একাধিক ব্যক্তিকে বিভিন্ন পদে বসিয়েছিলেন পার্থ। এই সব নিয়োগের ক্ষেত্রে আইন কানুন কিছুই মানা হয়নি। সুবীরেশ ভট্টাচার্যকেও এভাবে আইন ভেঙে SSC-র চেয়ারম্যান পদে বসানো হয়েছিল।