গ্রেফতার ৩ জনের পুলিশ হেফাজত, ধৃতদের ব্যর্থ অভিনেতা বললেন সরকারি আইনজীবী

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে প্রথমবর্ষের ছাত্রমৃত্যুর ঘটনায় শুক্রবার গ্রেফতার ৩ বর্তমান ও প্রাক্তন ছাত্রকে ৩১ অগাস্ট পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিল আলিপুর আদালত। এদিন ধৃতদের আদালতে পেশ করা হলে এই নির্দেশ দেন বিচারক।

এদিন আদালতে সরাকরি আইনজীবী অভিযুক্তদের জামিনের আবেদনের বিরোধিতা করে বলেন, এরা প্রত্যেকে সফল অপরাধী, কিন্তু ব্যর্থ অভিনেতা। প্রথম থেকেই এরা তদন্তকারীদের বিভ্রান্ত করতে এক একজন এক একরকম কথা বলছে। কোনও ভাবেই যেন অভিযোগ প্রমাণ করা না যায় সেজন্য এই কৌশল নিয়েছে তারা। এমনকী ঘটনার পুনর্নির্মাণের জন্য শুক্রবার তাদের ঘটনাস্থলে নিয়ে গেলেও অভিযুক্তরা তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করে। এজন্য ধৃতদের আলাদা করে জেরা করার পর মুখোমুখি বসিয়ে জেরা করছেন তদন্তকারীরা। তখনই ধরা পড়ে যাচ্ছে সমস্ত জারিজুরি।

যাদবপুরের হস্টেলে ছাত্রমৃত্যুর ঘটনায় শুক্রবার ২ প্রাক্তন ছাত্র ও ১ বর্তমান ছাত্রকে গ্রেফতার করে পুলিশ। ধৃতরা হলেন নাসিম আখতার, সত্যব্রত রায়, হিমাংশু কর্মকার। ঘটনার দিন ধৃতরা মেইন হস্টেলের A2 ব্লকের ১০৪ নম্বর ঘরেই ছিল বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। যদিও ধৃতদের পরিবারের দাবি, ওই ছাত্রদের ফাঁসানো হয়েছে।