সাংসদ আলুওয়ালিয়ার বিরুদ্ধে বর্ধমান থানায় অভিযোগ, দায়ের করলেন বিজেপি নেতা

এ যেন একেবারে সেমসাইড গোল। বিজেপির সাংসদের বিরুদ্ধে থানায় গিয়ে অভিযোগ দায়ের করলেন খোদ বিজেপি নেতাই। লোকসভা নির্বাচন বছর ঘুরলেই। তার আগে এভাবে বাঁশ দিলেন দলেরই নেতা। এই নিয়ে এখন আলোড়ন পড়ে গিয়েছে। কারণ এটা একপ্রকার গোষ্ঠীদ্বন্দ্ব হিসাবেই দেখা হচ্ছে। এমনিতেই বিজেপির সংগঠন বাংলায় ক্ষয়িষ্ণু হয়ে পড়েছে। সেখানে এমন ঘটনা ঘটায় জোর চর্চা শুরু হয়েছে। এই ঘটনার কথা রাজ্য দফতরে এসেও পৌঁছেছে বলে সূত্রের খবর।

বিষয়টি ঠিক কী ঘটেছে?‌ জাতীয় পতাকার প্রতি অবমাননাকর আচরণ করেছেন বিজেপি সাংসদ বলে অভিযোগ উঠেছে। বর্ধমান–দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুরেন্দ্র সিং আলুওয়ালিয়ার বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে। আর তা নিয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা। বর্ধমান থানায় তাঁর বিরুদ্ধে যিনি লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি বর্ধমান শহরেরই এক বিজেপি নেতা। এটা নিয়েই যত গোল বেধেছে। অর্থাৎ বিজেপির স্থানীয় নেতা থানায় অভিযোগ করছেন বিজেপি সাংসদের বিরুদ্ধে।

কেন এমন অভিযোগ দায়ের? ১৫ অগস্ট দেশের ৭৭তম স্বাধীনতা দিবস ছিল। জুতো পরে জাতীয় পতাকা উত্তোলন করেন বর্ধমান–দুর্গাপুর লোকসভার বিজেপি সাংসদ সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া বলে অভিযোগ। তাই তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে বর্ধমান থানায়। শুক্রবার বর্ধমান সনাতন সংহতি দক্ষিণ বিধানসভার আহ্বায়ক ইন্দ্রনীল গোস্বামী (‌বিজেপি নেতা)‌ এই অভিযোগ দায়ের করেন। ইন্দ্রনীলবাবুর অভিযোগ, ১৫ অগস্ট বর্ধমান স্টেশনের সামনে উঁচু স্তম্ভে জুতো পরেই দেশের জাতীয় পতাকা উত্তোলন করেন বিজেপি সাংসদ। তার জেরে জাতীয় পতাকাকে অপমান করা হয়েছে। একজনের সাংসদ এটা করতে পারেন না। এই ঘটনায় সাধারণ মানুষের ভাবাবেগে আঘাত লেগেছে। তাই সাংসদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। আরও নেওয়া হবে।

আরও পড়ুন:‌ ‘‌পশ্চিমবঙ্গ দিবস’ কবে পালন করা হবে?‌ তৃণমূলের বিকল্প তারিখ, কমিটি গড়লেন অধ্যক্ষ

কে এই ইন্দ্রনীল গোস্বামী? স্থানীয় সূত্রে খবর, ইন্দ্রনীল গোস্বামী বর্ধমান শহরে স্থানীয় বিজেপি নেতা হিসেবেই পরিচিত। বিজেপি করার জন্য আগে তাঁর ওপর হামলার ঘটনা ঘটেছিল। এখন তিনি খোদ বিজেপি সাংসদের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। যদিও এই ঘটনা নিয়ে সাংসদ কোনও মন্তব্য করেননি। পুলিশে দায়ের করা অভিযোগে ইন্দ্রনীলবাবু লিখেছেন, ‘বর্ধমান–দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া ১৫ অগস্ট বর্ধমান স্টেশনে জুতো পড়ে জাতীয় পতাকা উত্তোলন করেন। সাংসদের এই আচরণে বর্ধমান শহরের বাসিন্দারা ক্ষুব্ধ। সাংসদের এই আচরণ অপমানের সামিল। তাই এই অপরাধে আইনত পদক্ষেপ করা হোক।’