Air India special sale: পুজোর সময় মাত্র ১,৪৭০ টাকা বিমান ভাড়া! ৯৬ ঘণ্টার ‘সেল’ Air India-র, কতদিন চলবে?

দুর্গাপুজোর সময় কোথাও ঘুরতে যাবেন? বা দুর্গাপুজোর সময় বাড়ি ফিরবেন? কিন্তু উৎসবের মরশুমে টিকিটের চড়া দাম ভেবে এখন থেকেই কান্না পাচ্ছে? কীভাবে বাজেট সামলাবেন, সেটা ভেবেই মাথার চুল ছেঁড়ার দশা হয়েছে? তাহলে আপনার জন্য সুখবর আছে। কারণ পুজোর সময় একেবারে সস্তায় যাতায়াতের জন্য ৯৬ ঘণ্টার বিশেষ ‘সেল’ চালু করল এয়ার ইন্ডিয়া। আজ থেকেই সেই সেল শুরু হয়ে গিয়েছে। চলবে আগামী সোমবার (২০ অগস্ট) পর্যন্ত। টাটার মালিকাধীন উড়ান সংস্থার তরফে জানানো হয়েছে, কয়েকটি নির্দিষ্ট ঘরোয়া এবং আন্তর্জাতিক রুটে সেই ‘সেল’-র সুযোগ মিলবে। ঘরোয়া রুটে ইকোনমি ক্লাসে মাত্র ১,৪৭০ টাকায় টিকিট মিলবে বলে এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে।

কতক্ষণ এয়ার ইন্ডিয়ার স্পেশাল ‘সেল’ চলবে এবং কত টাকার টিকিট হবে?

এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, ২০ অগস্ট রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত স্পেশাল ‘সেল’ চলবে। সেই ‘সেল’-র সময় টিকিট কাটলে নির্দিষ্ট ঘরোয়া রুটের উড়ানের ইকোনমি ক্লাসে টিকিটের দাম পড়বে ১,৪৭০ টাকা। আর বিজনেস ক্লাসের টিকিট কাটতে ১০,১৩০ টাকা লাগবে। 

আরও পড়ুন: Air India Rebranding: এয়ার ইন্ডিয়া এবার নয়া লুকে! রি-ব্র্যান্ডিং ঘিরে প্রকাশ্যে এল নতুন লোগো

সেইসঙ্গে উড়ান সংস্থার তরফে জানানো হয়েছে, ৯৬ ঘণ্টার স্পেশাল ‘সেল’-র সময় এয়ার ইন্ডিয়ার ওয়েবসাইট (airindia.com) এবং মোবাইল অ্যাপের মাধ্যমে যে টিকিটের বুকিং করা হবে, সেটার জন্য কোনও ‘Convenience Fee’ লাগবে না। সব টিকিটের ক্ষেত্রে এয়ার ইন্ডিয়ার গ্রাহকরা ‘ডবল লয়্যালটি বোনাস পয়েন্ট’ পাবেন।

আরও পড়ুন: Emergency alert message: ফোনে ‘এমার্জেন্সি অ্যালার্ট’ পেয়েছেন? হ্যাক হয়নি তো? এটার অর্থ কী আসলে?

স্পেশাল ‘সেল’-র মাধ্যমে কোন সময়ের উড়ানের টিকিট সস্তায় কাটা যাবে?

এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, আগামী ১ সেপ্টেম্বর থেকে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত নির্দিষ্ট ঘরোয়া এবং আন্তর্জাতিক রুটের ক্ষেত্রে সেই ‘সেল’-র সুবিধা মিলবে। আজ এবার দুর্গাপুজো পড়েছে অক্টোবরের তৃতীয় সপ্তাহের দিকে। পঞ্জিকা অনুযায়ী, মহালয়া পড়েছে ১৪ অক্টোবর। ২০ অক্টোবর হল দুর্গাপুজোর ষষ্ঠী। ২১ অক্টোবর হল সপ্তমী। মহাষ্টমী পড়েছে ২২ অক্টোবর। ২৩ অক্টোবর পড়েছে নবমী। দশমী পড়েছে ২৪ অক্টোবর।

কীভাবে ‘সেল’-র টিকিট কাটতে হবে? 

এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, এয়ার ইন্ডিয়ার ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট কাটা হবে। সেইসঙ্গে অনুমোদিত ট্রাভেল এজেন্ট এবং অনলাইন ট্রাভেল এজেন্টের মাধ্যমেও টিকিট কাটতে পারবেন। তবে সেক্ষেত্রে সরাসরি বুকিংয়ের যে কয়েকটি সুবিধা আছে, তা মিলবে না। সেলের মাধ্যমে যে টিকিট বিক্রি করা হবে, সেটার সংখ্যা সীমিত। যাঁরা আগে টিকিট কাটবে, তাঁরা সেই সুবিধা পাবেন।