Bajrang Punia, Deepak Punia To Skip World Championships; SAI Ask For Reasons For Missing Trials Get To Know

নয়াদিল্লি: বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপের ট্রায়াল থেকে সরে দাঁড়ালেন বজরং পুনিয়া (Bajrang Punia) ও দীপক পুনিয়া (Deepak Punia)। আগামী বছর অলিম্পিক্সের ইভেন্ট বসবে প্য়ারিসে। সেখানে যোগ্যতা অর্জন করতে হলে বেলগ্রেডে আয়োজিত কুস্তি চ্যাম্পিয়নশিপে অংশ নিতেই হত এই ২ কুস্তিগীরকে। কিন্তু তাঁদের এই সিদ্ধান্তে অবাক সাই ও কুস্তি ফেডারেশন। ২ কুস্তিগীরই এশিয়ান গেমস পর্যন্ত রাশিয়ায় ও কিরঘিজস্তানে প্রস্তুতি নেওয়ার অনুমতি চেয়ে চিঠি পাঠিয়েছেন। উল্লেখ্য, আগামী ২৫ ও ২৬ আগস্ট পাতিয়ালাতে হওয়ার কথা ট্রায়াল। উল্লেখ্য, রোমানিয়ায় আয়োজিত চলতি আন্তর্জাতিক রেসলিং টুর্নামেন্টে খেলার জন্য বজরং SAI-র কাছে অনুমতি চেয়েছিলেন, যা অনুমোদিত হয়েছিল, কিন্তু তিনি খেলতে যাননি। 

সূত্র মারফৎ জানা যাচ্ছে যে গত বৃহস্পতিবার বজরং ২১ আগস্ট থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত কিরঘিজস্তানে প্রস্তুতি সারার আবেদন জানিয়ে সাইকে চিঠি লিখেছেন। অন্যদিকে দীপক ২৩ আগস্ট থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত রাশিয়ায় প্রস্তুতি সারার আবেদন জানিয়ে চিঠি পাঠিয়েছেন সাইকে। কর্তৃপক্ষের তরফে এই ২ কুস্তিগীরের আবেদন মঞ্জুর করা হয়েছে। তবে তিনটি শর্ত দেওয়া হয়েছে তাঁদের। বজরং ও দীপকের কাছ থেকে তাদের ফিটনেস সার্টিফিকেট চাওয়া হয়েছে। এ ছাড়া বিশ্ব চ্যাম্পিয়নশিপের ট্রায়ালে না খেলার বিষয়েও তাদের দুজনের কাছ থেকে জবাব চাওয়া হয়েছে। এছাড়াও দীপক ও বজরংকে তাঁদের ভিসা নিজেদেরই করে নেওয়ার কথা জানানো হয়েছে। ভিসার ক্ষেত্রে দীপক বলেছেন যে তাঁর কাছে ভিসা ইতিমধ্যেই রয়েছে। অন্য়দিকে বজরং জানিয়েছেন তিনি নিজের ভিসা করে নেবেন।

নাইট শিবিরে ফিরছেন গম্ভীর?

সৌরভ গঙ্গোপাধ্যায় পারেননি। কিন্তু তাঁর নেতৃত্বে জোড়া আইপিএল ট্রফি জিতেছে কলকাতা নাইট রাইডার্স। ২০১২ ও ২০১৪। এমনকী, ২০১৪ সালের পর থেকে আর আইপিএল চ্যাম্পিয়ন হয়নি শাহরুখ খান-জুহি চাওলার দল।

ট্রফি ভাগ্য ফেরাতে কি এবার ফের সেই পয়মন্ত গৌতম গম্ভীরের (Gautam Gambhir) শরণাপন্ন হচ্ছে কেকেআর (KKR)? সূত্রের খবর, গম্ভীরের সঙ্গে কথাবার্তা শুরু করেছে নাইট রাইডার্স কর্তৃপক্ষ। তাঁকে কোচিং স্টাফে আনার জন্য সবরকম চেষ্টা চালাচ্ছে কেকেআর।

কিন্তু গম্ভীর যোগ দিলে কী ভূমিকায় দেখা যাবে তাঁকে?

গত মরশুমেই চন্দ্রকান্ত পণ্ডিতকে কোচ হিসাবে দায়িত্ব দিয়েছিল কেকেআর। আগের মরশুমে সাফল্য পায়নি কেকেআর। এক মরশুমেই কি ছেঁটে ফেলা হবে পণ্ডিতকে? সেই জায়গায় কি দেখা যাবে গম্ভীরকে? কেকেআরের কোচ হিসাবে?