Lady Cops dragged Woman: চুলের মুঠি ধরে হিড়হিড় করে মহিলাকে টানছে পুলিশ, বিজেপি শাসিত রাজ্যে লজ্জার ছবি!

মাটিতে পড়ে রয়েছেন এক মহিলা। তার চুলের মুঠি ধরে হিড়হিড় করে টেনে নিয়ে যাচ্ছেন মহিলা পুলিশরা। এই ভিডিয়ো কার্যত ঝড় তুলে দেয় সোশ্য়াল মিডিয়ায়। পরে জানা যায় এটা মধ্য়প্রদেশ পুলিশের কীর্তি। তবে পুলিশ মারধরের ঘটনা মানতে চায়নি। 

সূত্রের খবর, ওই মহিলার জমিতে জোর করে ইলেকট্রিক টাওয়ার বসানো হয়েছিল বলে খবর। কাতনি জেলার কৌরিয়া গ্রামের ঘটনা। কিন্তু তিনি এজন্য ক্ষতিপূরণের দাবি করেছিলেন। এটাই ছিল তার অপরাধ। আর সেকারণে ওই মহিলাকে এভাবে ধাক্কা দিয়ে ফেলে তাকে চুলের মুঠি ধরে হিড়হিড় করে টেনে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। 

এদিকে এই ঘটনায় শোরগোল পড়তেই নড়েচড়ে বসে পুলিশ। পুলিশের তরফে দাবি করা হয় এটা আসলে একটা পুরানো ভিডিয়ো। কিন্তু কবেকার ভিডিয়ো সেটা পুলিশ বলতে পারেনি। তবে পুলিশের দাবি কাউকে মারধর করা হয়নি। ওই মহিলাকে মারধর করা হয়নি। নিয়ম মেনে, আইন অনুসারেই কাজ করা হয়েছে। 

এদিকে ওই মহিলার দাবি, তার জমিতে ইলেকট্রিকের টাওয়ার বসানো হয়েছে। কিন্তু তাকে কোনও ক্ষতিপূরণ দেওয়া হয়নি। এরপর যখন তার জমিতে বুলডোজার আসে তখন তিনি জোর করে তা আটকানোর চেষ্টা করেন। তখন পুলিশ এসে তাদের উপর চড়াও হয়। এরপর ওই মহিলা সহ চারজনকে পুলিশ তুলে নিয়ে যায়। 

এদিকে ঘটনার পর থেকেই পুলিশের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন এলাকার লোকজন। তাদের দাবি পুলিশ রীতিমতো দাদাগারি করেছে। এনিয়ে ওই মহিলা ও তার আইনজীবী জেলা প্রশাসন ও জেলা পুলিশের কাছেও নালিশ জানিয়েছেন। তাঁর অভিযোগ নিয়ম অনুসারে তাঁর ক্ষতিপূরণ পাওয়ার কথা। কিন্তু তিনি কোনওরকম ক্ষতিপূরণ পাননি। পুলিশ সহ সরকারের একাধিক দফতর একযোগে অত্যাচার করে তার জমি ছিনিয়ে নিতে চাইছে। তবে পুলিশের দাবি ওই মহিলা এলাকায় অশান্তি পাকাচ্ছিলেন। তিনি বিদ্য়ুতের টাওয়ার বসাতে দিচ্ছিলেন না। তবে পুলিশের দাবি ওই মহিলাকে মারধর করা হয়নি।