Balurghat-Hili rail project: সুকান্তর তদ্বিরে কাজ, বালুরঘাট–হিলি রেললাইন সম্প্রসারণে আরও ১৫৫ কোটি টাকা বরাদ্দ

কিছুদিন আগে কেন্দ্রীয় রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে দেখা করে উত্তর দিনাজপুরের একাধিক রেল প্রকল্প সম্পন্ন করার বিষয়ে দাবিপত্র জমা দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তারপরেই বালুরঘাট থেকে হিলি রেল লাইন সম্প্রসারণ প্রকল্পে আরও ১৫৫ কোটি টাকা বরাদ্দ করল রেল মন্ত্রক। এর আগে গত ৩১ জুলাই এই প্রকল্পে ৮৪ কোটি টাকা পাঠিয়েছিল কেন্দ্র। ১৫৫ কোটি টাকা জেলা প্রশাসনের দফতরে পাঠানো হয়েছে বলে উত্তর-পূর্ব রেলের তরফে জানানো হয়েছে। এর জন্য সুকান্ত মজুমদার রেলমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। উল্লেখ্য, এই প্রকল্পের কাজ থমকে ছিল। তবে কলকাতা হাইকোর্টের নির্দেশে গত নভেম্বর থেকে এই প্রকল্পে কাজ শুরু হয়েছে। 

আরও পড়ুন: বালুরঘাট টু হিলি রেলপ্রকল্পে বরাদ্দ ১৯০ কোটি, জমি জট কি কাটবে?

জমি অধিগ্রহণের জন্য গত নভেম্বর থেকে সমীক্ষার কাজ শুরু করে রেল। সেই কাজ সম্পন্ন হয়েছে গত জুলাই মাসে। তারপর জেলা প্রশাসনের তরফে জমি অধিগ্রহণের জন্য ২৯৯ কোটি টাকার প্রস্তাব দেওয়া হয় উত্তর-পূর্ব সীমান্ত রেলকে। সেই প্রস্তাবের পরে ৩১ জুলাই ৮৪ কোটি টাকা বরাদ্দ করে রেল। এরপর দ্বিতীয় দফায় ১৫৫ কোটি টাকা বরাদ্দ করল।  এর আগে ২০১৯ সালে জেলা প্রশাসনকে ৫ কোটি টাকা বরাদ্দ করেছিল রেল। ফলে সব মিলিয়ে এই প্রকল্পে জমি অধিগ্রহণের জন্য এখনও পর্যন্ত ২৪৪ কোটি টাকা বরাদ্দ করল রেল। এই প্রকল্পে এখনও বাকি রয়েছে ৫৫ কোটি টাকা। সেক্ষেত্রের পরবর্তী পর্যায়ে সেই টাকা জেলা প্রশাসনকে পাঠানো হবে বলে রেল সূত্রে জানা গিয়েছে। রেলের এক আধিকারিক জানিয়েছেন,  টাকা চলে এসেছে। জমির অধিগ্রহণ সম্পন্ন হলে আর কোনও সমস্যা হবে। ইতিমধ্যে জমি অধিগ্রহণের কাজ শুরু হয়ে গিয়েছে। এখন যত তাড়াতাড়ি জমি পাওয়া যাবে তত তাড়াতাড়ি এই প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হবে।

প্রসঙ্গত, চলতি মাসে রেলমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন সুকান্ত মজুমদার। সেখানে তিনি  বালুরঘাট থেকে ভেলোরের কাটপাটি স্টেশন পর্যন্ত একটি নতুন ট্রেন চালুর দাবি জানিয়েছেন। এছাড়াও, বালুরঘাট রেল স্টেশনকে অমৃতভারত প্রকল্পের আওতায় এনে স্টেশনকে আপগ্রেড করার দাবি জানিয়েছেন। সুকান্তের দাবি পত্রের মধ্যে রয়েছে, গাজোল–গুঞ্জরিয়া ভায়া ইটাহার পর্যন্ত রেলপথ সম্প্রসারণ করার প্রকল্পটি। ওই প্রকল্প যাতে দ্রুত অনুমোদন করা হয় সেবিষয়ে রেল মন্ত্রীর কাছে আর্জি জানিয়েছেন সুকান্ত মজুমদার। পাশাপাশি প্রস্তাবিত বুনিয়াদপুর–কালিয়াগঞ্জ রেলপথ সম্প্রসারণের কাজে দ্রুত জমি অধিগ্রহণ করে রেলপথ নির্মাণের দাবি জানিয়েছেন তিনি। অন্যদিকে, বালুরঘাট থেকে শিয়ালদা পর্যন্ত একটি নতুন ট্রেন চালানোর দাবি জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি।