Firhad Hakim on Yasser Haidar: ইয়াসির দল বদল নিয়ে মুখ খুললেন ফিরহাদ, জামাইকে ‘পরজীবী’ কটাক্ষ শ্বশুরের

গতকালই তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন কলকাতা পুরসভার মেয়র তথা পুর ও নগোরন্নয়নমন্ত্রীর ফিরহাদ হাকিমের জামাই ইয়াসির হায়দার। ফিরহাদের মেয়ে প্রিয়দর্শিনীর স্বামী এই ইয়াসির। শনিবার অধীররঞ্জন চৌধুরীর উপস্থিতিতে সেই ইয়াসির কংগ্রেসে যোগ দেন। যাতে স্বভাবতই কিছুটা অস্বস্তিতে পড়তে হচ্ছে ফিরহাদ হাকিমকে। তিনি নিজে মন্ত্রী, মেয়র। আর তাঁর পরিবারের লোক তৃণমূল ছেড়ে যোগ দিচ্ছেন অন্য দলে। তবে এই সব অস্বস্তি, বিতর্ককে পাশ কাটিয়ে ফ্রন্টফুটেই খেললেন ফিরহাদ। নিজের উাহরণ টেনে ধরে জামাইকে ‘পরজীবী’ কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন মন্ত্রী।

উল্লেখ্য, এর আগে ২০২১ সালে বিধানসভা নির্বাচনের টিকিট না পেয়ে বিদ্রোহী হয়েছিলেন ইয়াসির। পরে সেই বিতর্কের জেরে যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক পদ খোয়াতে হয়েছিল তাঁকে। সেই জামাইয়ের দলবদল প্রসঙ্গে ফিরহাদের স্পষ্ট বক্তব্য, ‘ফিরহাদ হাকিমের লোক, ফিরহাদ হাকিমের আত্মীয়, এগুলো কারও পরিচয় হতে পারে? আমি নিজে ছোট থেকে আন্দোলন করে উঠে এসেছি। নিজের পরিচিতি তৈরি করেছি নিজেই। পরজীবী হয়ে বাঁচা যায় নাকি?’ পাশাপাশি কংগ্রেসকে তোপ দেগে ফিরহাদ বলেন, ‘আমার মনে হয়স কংগ্রেস দলটাই এবার উঠে যাবে। তার কারণ এগুলো যারা করে, আত্মীয়-স্বজন নিয়ে কারবার করে যারা, তারা আসলে দল করে না।’ প্রসঙ্গত, শ্বশুর ফিরহাদের সঙ্গে তাঁর জামাইয়ের সম্পর্কের অবনতির খবর বছর কয়েক আগে শিরোনামে আসে। সে সময় যাদবপুর থানার পুলিশ ইয়াসিরকে আটকও করেছিল। পরে প্রমাণের অভাবে ছাড়া পেয়েছিলেন ইয়াসির।

এদিকে স্বামীর দলবদল প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে ফিরহাদের বড় কন্যা প্রিয়দর্শিনী হাকিম জানিয়েছিলেন, তাঁর বিবাহবিচ্ছেদের মামলা চলছে। প্রিয়দর্শিনী জানিয়েছেন, ২০১৯ সাল থেকেই নাকি ইয়াসির তাঁর সঙ্গে থাকেন না। এদিকে দল বদলে ইয়াসির নিজে তৃণমূলকে আক্রমণ শানান। তিনি বলেন, ‘আমি যে দলে আগে ছিলাম সেখানে কাজ করার সুযোগ পাচ্ছিলাম না। কংগ্রেস ভেঙেই তো তৃণমূল হয়েছিল। তাই আবার কংগ্রেসে যোগ দিলাম। তৃণমূলের বিরুদ্ধে তোলাবাজি, দুর্নীতির অভিযোগ রয়েছে। আমি এ সবের সঙ্গে যুক্ত ছিলাম না। আমি আমার সবটুকু দিয়ে কাজ করছিলাম। কিন্তু ২০২১ কেন আমায় প্রার্থী করা হল না বুঝতে পারলাম না। শীর্ষ নেতৃত্বকে জানিয়েও কোনও লাভ হয়নি।’