Jadavpur University: আগের রিপোর্টে ‘অসন্তুষ্ট’ ইউজিসিকে ১২টি প্রশ্নের উত্তর ও ৩১ ফাইল পাঠাল যাদবপুর

যাদবপুরে প্রথমবর্ষের ছাত্র মৃত্যুর পর র‌্যাগিংয়ের অভিযোগ ওঠে। বিশ্ববিদ্যালয়ের কাছে রিপোর্ট তলব করেছিল ইউজিসি। প্রাথমিক রিপোর্ট পাঠানোও হয়েছিল বিশ্ববিদ্যালয়ের তরফে। কিন্তু সেই রিপোর্টে সন্তুষ্ট হয়নি ইউজিসি। ফের একটি রিপোর্ট পাঠাতে বলে ছিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। সংস্থার নির্ধারিত সময় মধ্যে ‘প্রথম রিপোর্ট’ পাঠালো যাদবপুর বিশ্ববিদ্যালয়। 

১২ টি প্রশ্নের উত্তর এবং ৩১টি ফাইল পাঠানো হয়েছে ইউজিসি-র কাছে। শুক্রবারই বিশ্ববিদ্যালয়ের তরফে এই ফাইল পাঠানো হয়েছে বলে জানিয়েছেন রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু।

ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয়ের কাছে রিপোর্ট তলব করে ইউজিসি। যাদবপুর তরফে একটি রিপোর্ট পাঠানো হয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দাবি করা হয়, রিপোর্টে সন্তুষ্ট ইউজিসি। ইউজিসি-র একটি প্রতিনিধি দল আসার কথা ছিল বিশ্ববিদ্যালয়ে। কিন্তু তারা সেই সফর বাতিল করে। রেজিস্ট্রার দাবি করেন, যেহেতু তাঁরা রির্পোটে সন্তুষ্ট তাই ইউজিসির প্রতিনিধি দল আসবে না।

(পড়তে পারেন। গ্রেফতার ৩ জনের পুলিশ হেফাজত, ধৃতদের ব্যর্থ অভিনেতা বললেন সরকারি আইনজীবী)

তবে এর মধ্যে বৃহস্পতিবার ফের যাদবপুর কর্তৃপক্ষের ১২টি প্রশ্নের জবাব জানতে-সহ বিভিন্ন তথ্য জানতে চায় ইউজিসি। সমস্ত তথ্য আগামী ২৪ ঘণ্টার মধ্যে পাঠাতে নির্দেশ দেয় তারা। না হলে কড়া ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেয় কর্তৃপক্ষ।

(পড়তে পারেন। র‌্যাগিংয়ের অভিযোগই জোরাল হচ্ছে? হস্টেল বারান্দা থেকে উদ্ধার গেঞ্জি, হাফ প্যান্ট)

ইউজিসি-র নির্দেশ অনুযায়ী ১২টি প্রশ্নের উত্তর ও ৩১টি ফাইল পাঠানো হয়েছে বলে জানিয়েছেন রেজিস্ট্রার। এর প্রেক্ষিতে তাঁকে প্রশ্ন করা হয় এই রিপোর্টে কি সন্তুষ্ট হবে ইউজিসি। উত্তরে রেজিস্ট্রার বলেন, তারাই বলতে পারবেন।