Mystery Death: আমেরিকার বাড়িতে শিশু সহ ভারতীয় ইঞ্জিনিয়ার দম্পতির নিথর দেহ, অশান্তি ছিল না তবুও…

অত্যন্ত মর্মান্তিক ঘটনা। এক সফটওয়ার ইঞ্জিনিয়ার দম্পতি। তাঁদের শিশুপুত্র। তাঁরা আসলে কর্ণাটকের বাসিন্দা। আমেরিকার মেরিল্যান্ডে থাকতেন তাঁরা। শুক্রবার তাদের ঘর থেকে দেহটি উদ্ধার করা হয়েছে। মনে করা হচ্ছে তাঁরা আত্মহত্যা করেছেন।

মর্মান্তিক ঘটনা। কিন্তু কেন তারা এই পথ বেছে নিলেন তা নিয়ে প্রশ্নটা থেকেই গিয়েছে। মৃতের নাম যোগেশ হোন্নালা নাগারাজাপ্পা( ৩৭), তাঁর স্ত্রী প্রতিভা ওয়াই অমরনাথ (৩৫), তাদের সন্তান ইয়াশ হোন্নালা। বয়স মাত্র ৬ বছর। তাঁরা আমেরিকার বাল্টিমোরে থাকতেন। প্রায় ৯ বছর ধরে তাঁরা বিদেশে থাকতেন। কিন্তু কী এমন হল যে তাঁরা এই চরম পথ বেছে নিলেন।

যোগেশের মা শোভা মিডিয়াকে জানিয়েছেন, আমেরিকা থেকে পুলিশ ফোন করে জানিয়েছে, তিনজনই মারা গিয়েছেন। মনে হচ্ছে তাঁরা সুইসাইড করেছেন।

এদিকে বাল্টিমোর সান পত্রিকায় বলা হয়েছে মনে হচ্ছে এটা ডবল মার্ডার-সুইসাইড। মনে হচ্ছে দুজনকে খুন করে আত্মহত্যা করেছেন যোগেশ। কিন্তু কেন এই সিদ্ধান্ত? এটা ভাবাচ্ছে পুলিশকেও।

এদিকে আমেরিকার পুলিশ তদন্তে নেমেছে। যোগেশের বাবা নাগারাজাপ্পা ছিলেন তহশিলদার। কিন্তু তিনি আগেই মারা গিয়েছেন।

অত্যন্ত ভেঙে পড়েছেন তার মা। শোভা জানিয়েছেন, রোজই যোগেশ ফোন করতে। স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলার কোনও ব্যাপার ছিল না। আমরা বলেছি যাতে ওদের দেহ ভারতে পাঠানো হয়। কীভাবে এই ঘটনা হল বুঝতে পারছি না।

এদিকে ঘটনা শোনার পরেই স্থানীয় পুলিশ, প্রশাসনের দ্বারস্থ হয়েছে পরিবার। তাঁদের দেহ দেশে আনার ব্যাপারে চেষ্টা করা হচ্ছে। পরিবারে শোকের ছায়া।