New Love Story: ভারতের যুবককে বিয়ে করতে দক্ষিণ কোরিয়া থেকে এলেন তরুণী, হইচই গ্রামে, প্রেমের ভরা-জোয়ার!

প্রেমের ভরা জোয়ার চলছে। প্রেমের টানে পাকিস্তান থেকে চার সন্তানকে নিয়ে ভারতে চলে এসেছেন সীমা। আবার ভারতের অঞ্জু চলে গিয়েছেন পাকিস্তানে। তবে এখানেই শেষ নয়। এবার উত্তরপ্রদেশের সাহাজাহানপুরের বাসিন্দা এক যুবক সেই সাউথ কোরিয়া থেকে তাঁর বৌ এনে ফেললেন।

বছর ছয়েক আগে কাজের সন্ধানে দক্ষিণ কোরিয়ায় গিয়েছিলেন সুখজিৎ সিং। কফি রেস্তরাঁতে কাজ করতেন তিনি। এরপর সেখানেই বিলিং সেকশনে কাজ করতে আসেন কিম বো নি। বয়স ২৩ বছর। প্রথমে দেখা। তারপর পরিচয়। সেখান থেকে প্রেম। তবে ৬ মাসের জন্য ভারতে চলে আসতেন সুখজিৎ। কিন্তু এটা কিছুতেই সহ্য করতে পারতেন না কিম। এরপরই কিম সোজা দিল্লিতে চলে আসেন। সেখান থেকে সুখজিতের বাড়ি।

দিন দুয়েক আগে সুখজিৎ বিয়ে করেছেন কিমকে। গ্রামে একেবারে আনন্দের জোয়ার। ভারতের গ্রামের জীবনে বেশ মানিয়ে নিয়েছেন কিম। তবে সুখজিৎ জানিয়েছেন দক্ষিণ কোরিয়ায় চলে যাব। সেখানেই থাকব ভেবেছি।

তবে বাড়িতে দক্ষিণ কোরিয়ার বৌমা পেয়ে মহা খুশি পরিবারের লোকজন। তবে সুখজিতের মা চান ছেলে বৌমা যেন ভারতেই থাকেন। কিন্তু তিনি অবশ্য সুখজিৎ যাতে সুখী হয় সেটাও চান।

এদিকে দূর দূরান্ত থেকে লোকজন কিমকে দেখতে আসছেন। কিমও গ্রামের জীবনে ধীরে অভ্যস্ত হয়ে উঠছে। তবে কিম মাসখানেক এখানে থাকবেন। তারপর তিনি আবার ফিরে যাবেন। তিনি টুরিস্ট ভিসাতে এসেছেন। তবে সুখজিৎও ফিরে যাবেন দক্ষিণ কোরিয়ায়। তবে কিম ইংরাজি বা হিন্দি বলতে পারেন না। তবে ইদানিং কিছুটা বলার চেষ্টা করছেন।

তবে একথা বলাই যায় প্রেম কোনও দেশের গন্ডী মানে না। প্রেমের টানেই প্রেমের টানে পাকিস্তান থেকে চার সন্তানকে নিয়ে ভারতে চলে এসেছেন সীমা। আবার ভারতের অঞ্জু চলে গিয়েছেন পাকিস্তানে।আবার সেই প্রেমের টানকে উপেক্ষা করতে পারেননি কিম। সেই প্রেমের জোয়ারে ভেসে সুখজিতের কাছে চলে আসেন কিম। দক্ষিণ কোরিয়া থেকে ভারতের মাটিতে।