Neymar Junior Gets Rapturous Welcome At Saudi Club Al-Hilal Wathc Video

রিয়াদ: প্যারিস সঁ জরমঁ ছেড়ে সৌদির ক্লাব আল হিলালে (Al-Hilal) তিনি যাচ্ছেন, তা আগেই জানানো হয়েছিল। এবার সরকারিভাবে আল হিলালের সঙ্গে চুক্তি স্বাক্ষর করলেন নেমার (Neymar Jr)। গ্যালারিভর্তি দর্শকের সামনে কিং ফাহাদ স্টেডিয়ামে তাঁকে নতুন খেলোয়াড় হিসাবে প্রকাশ্যে আনা হল। তবে দুর্ভাগ্যবশত নেমারকে প্রকাশ্যের আনার দিন ম্যাচ জিততে ব্যর্থ হল তাঁর দল। আল ফেইহার বিরুগ্ধে ১-১ ড্র করল আল হিলাল।

নেমারকে বিশ্বরেকর্ড মূল্যে বছর ছয়েক আগে সই করেছিল পিএসজি। ঠিক কত দামে তিনি আল হিলালে যোগ দিলেন, তা সরকারিভাবে জানানো না হলেও, শোনা যাচ্ছে তাঁর ট্রান্সফার ফি ৯০ মিলিয়ন ইউরো। এরপরেও তাঁর পারফরম্যান্সের উপর ভর করে ফি আরও বাড়তে পারে। নেমার কিন্তু নতুন ক্লাবে যোগ দিয়ে ভীষণই উচ্ছ্বসিত। নতুন ক্লাবের হয়ে নতুন ইতিহাস তৈরি করতে মুখিয়ে আছেন নেমার। তিনি বলেন, ‘নতুন ক্লাবের হয়ে নতুন ইতিহাস তৈরি করতে নতুন কাহিনি লিখতে আমি মুখিয়ে রয়েছি। ক্লাবের হয়ে সব লক্ষ্যপূরণ করতে এবং ট্রফি জিততে আগ্রহী আমি।’

 

 

তবে নতুন ক্লাবের হয়ে মাঠে নামতে খানিকটা সময় লাগতে পারে নেমারের। ৩১ বছর বয়সি ব্রাজিলিয়ান তারকা আপাতত চোটের কবলে রয়েছেন। গত মরশুমে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সৌদি প্রো লিগে আসার পর থেকেই লিগের চেহারা অনেকটাই বদলে গিয়েছে। নতুন মরশুমে একগুচ্ছ শীর্ষস্তরের ফুটবলারকে সই করিয়েছে সৌদির না না ক্লাব। সেই তালিকায় বেঞ্জেমা, ফির্মিনো, মানে, কুলিবালিরা রয়েছেন। এবার তাতে নতুন সংযোজন নেমার। একদা মেসির সতীর্থ নেমারও মেনে নিচ্ছেন রোনাল্ডো আসার পরই সৌদি লিগের ভোলবদল শুরু হয়। 

নেমার বলেন, ‘আমার মনে হয় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোই এই সবকিছুর শুরুটা করেন। লোকে (সৌদি লিগে যোগ দেওয়ায়) ওঁকে অনেককিছু বলেছিল। তবে আজ এই লিগটা কিন্তু উত্তর উত্তর উন্নতি করছে। প্রতিপক্ষ দলে যদি দুরন্ত খেলোয়াড় থাকে, তাহলে নিজের পারফর্ম করার ইচ্ছাটাও আরও বেড়ে যায়। রোনাল্ডো, ফির্মিনো, বেঞ্জেমাদের বিরুদ্ধে মাঠে নামলে ভাল খেলার ইচ্ছাটা স্বাভাবিকভাবেই বৃদ্ধি পায়।’

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: অধিনায়ক ওলগার গোলে ইংল্য়ান্ডকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন