চট্টগ্রামে ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৯৫

চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর জেলায় ডেঙ্গুতে ৪৬ জনের মৃত্যু হলো। পাশাপাশি রবিবার সকাল ৮টা থেকে সোমবার (২১ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ৯৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি হয়েছেন চার হাজার ৭০৬ জন। চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চট্টগ্রামে ডেঙ্গুতে রিয়া মনি (৬) এবং রুবেলের (৬ মাস) মৃত্যু হয়েছে। এর মধ্যে রিয়া মনি চট্টগ্রামের বাঁশখালী থানা এলাকার বাসিন্দা। ডেঙ্গু উপসর্গ নিয়ে গত ১৬ আগস্ট চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়। ২০ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রুবেল কক্সবাজার জেলার বাসিন্দা। ১৬ আগস্ট সে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়। ২০ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আজকের প্রতিবেদনে তাদের মৃত্যুর বিষয়টি উল্লেখ করা হয়েছে।’

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে ৬৬ এবং বেসরকারি হাসপাতালে ২৯ জন ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালগুলোতে চিকিৎসাধীন আছেন ২২৬ রোগী।

সুজন বড়ুয়া বলেন, ‘চলতি আগস্ট মাসে এক হাজার ৯৩০ জন ডেঙ্গুতে আক্রান্ত হন, এর মধ্যে মারা গেছেন ২১ জন। গত জুলাই মাসে দুই হাজার ৩১১ জন আক্রান্ত হন, মারা গেছেন ১৬ জন। জুনে আক্রান্ত ২৮২, মৃত্যু ছয় জনের। মে মাসে ৫৩, এপ্রিলে ১৮, মার্চে ১২, ফেব্রুয়ারিতে ২২ এবং জানুয়ারিতে ৭৭ জন আক্রান্ত হন। জানুয়ারিতে আক্রান্তদের মধ্যে মারা গেছেন তিন জন।

আক্রান্তদের মধ্যে নগরীর বাসিন্দা তিন হাজার ২৬৩ এবং জেলার অন্যান্য এলাকার এক হাজার ৪৪৩ জন। তাদের মধ্যে পুরুষ দুই হাজার ১২৪, নারী এক হাজার ৩৪৫ এবং শিশু এক হাজার ২৩৭ জন।

ডেঙ্গুতে মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১১, মহিলা ১৭ ও শিশু ১৮ জন। জেলায় সবচেয়ে বেশি আক্রান্ত সীতাকুণ্ডে। এ উপজেলায় রবিবার পর্যন্ত ৫৮৮ জন আক্রান্ত হয়েছেন।