Chandrayaan-3: ফেল করেছিল চন্দ্রযান ২, কী শিক্ষা নিয়েছে ইসরো? জানালেন প্রাক্তন প্রধান

নিশা আনন্দ

আর মাত্র দুদিনের অপেক্ষা। তারপরই চাঁদের মাটিতে পালকের মতো নামতে পারে ভারতের চন্দ্রযান-৩। প্রাক্তন ইসরো প্রধান কে সিভন গোটা বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন।

মূলত চন্দ্রযান ২ মিশন থেকে শিক্ষা নিয়েছে ইসরো। ব্যর্থতা থেকে শিক্ষা নিয়েই এবার চাঁদের মাটিতে সফল ভাবে চন্দ্রযানকে নামাতে চাইছে ভারত।

সংবাদ সংস্থা এএনআইকে প্রাক্তন ইসরো প্রধান জানিয়েছেন, গত বছর ল্যান্ডিং প্রসেসের পরে আমরা সমস্ত তথ্য় মিলিয়ে দেখা শুরু করি। এরপর গোটা প্রক্রিয়ার মধ্য়ে কিছুটা সংশোধনী আনা হয়। এটাই শুধু নয়, এর থেকেও আমরা বেশি কিছু করেছি। চন্দ্রযান ২ থেকে শিক্ষা নিয়ে ভারতে সবরকম ব্যবস্থা নিয়েছে এই চন্দ্রযান ৩-তে।

কিন্তু চন্দ্রযান-২এর ক্ষেত্রে ঠিক কী হয়েছিল?

প্রাক্তন ইসরো প্রধান কে সিভন ছিলেন চন্দ্রযান-২ এর সময়। সেবার ঠিক চাঁদ থেকে ২.১ কিমি আগে বিক্রমের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর সেটি মুখ থুবড়ে পড়েছিল। তারপর কার্যত সব আশায় জল পড়ে যায়। হতাশ হয়ে পড়েন অনেকেই। কিন্তু দেশটার নাম ভারতবর্ষ। ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আবার নতুন করে শুরু হয় গবেষণা। সেই সময় দেখা গিয়েছিল আবেগ বিহ্বল হয়ে পড়েছিলেন শিবন। সেই সময় খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে স্বান্তনা দিয়েছিলেন। তারপর ফের চন্দ্রযান-৩। গোটা দেশ তাকিয়ে রয়েছে। এর মধ্য়েই রাশিয়ার চন্দ্রযান ভেঙে পড়েছে। তারপর এখন গোটা বিশ্বের নজর ভারতের দিকে। আবার কি ২০১৯ এর মতো পরিস্থিতি হবে? নাকি উতরে যাবে ভারত?

তবে প্রাক্তন ইসরো চেয়ারম্যান মাধবন নায়ার জানিয়েছেন, আগের টেস্ট থেকে শিক্ষা নিয়ে এগিয়ে গিয়েছে ভারত। তিনি জানিয়েছিলেন, এবারের মিশনের দক্ষতা অনেক বেশি। গতবারের ভুল থেকে শিক্ষা নিয়েছে ভারত। কম্পিউটার সফটওয়ারকে আরও উন্নত করা হয়েছে। অনেকেই আশা করছেন এবার আর ব্যর্থ হবে না। আশায় দিন গুনছেন ভারতের মহাকাশ বিজ্ঞানীরা। সবম মিলিয়ে আর মাত্র দুদিনের অপেক্ষা।