Chandrayaan-3 Landing Live Streaming: কখন চাঁদে নামবে চন্দ্রযান-৩? কোথায় ও কীভাবে লাইভ দেখা যাবে সেই ঐতিহাসিক মুহূর্ত?

ঘড়ির কাঁটায় প্রতিটি সেকেন্ড পেরিয়ে গেলেই উত্তেজনার মাত্রাটা আরও বাড়ছে। শরীরে যেন বাড়তি অ্যাড্রিনালিন ছুটে যাচ্ছে। কারণ আর কয়েক ঘণ্টা পরেই চাঁদের মাটিতে অবতরণ করতে চলেছে ভারতের চন্দ্রযান ৩-র ল্যান্ডার বিক্রম। আগামী বুধবার (২৩ অগস্ট) সন্ধ্যা ছ’টা নাগাদ সেই ঐতিহাসিক মুহূর্ত আসতে চলেছে। সেই ঐতিহাসিক মুহূর্তের আগে সোমবার দুপুরে ভারতীয় মহাকাশ সংস্থা ইসরোর তরফে বলা হয়েছে, ‘চন্দ্রযান-৩ মিশন: ওয়েলকাম বাডি। আনুষ্ঠানিকভাবে চন্দ্রযান ৩-র ল্যান্ডার মডিউলকে স্বাগত জানাল চন্দ্রযান-২ অরবিটার। দ্বিপাক্ষিক সংযোগ ব্যবস্থা স্থাপন হয়ে গিয়েছে।’ সেইসঙ্গে ইসরোর তরফে জানানো হয়েছে, চাঁদে অবতরণের প্রায় ঘণ্টাখানেক আগে থেকে চন্দ্রযান ৩-র ল্যান্ডারের ঐতিহাসিক যাত্রার সাক্ষী থাকতে পারবেন মানুষ।

আরও পড়ুন: Chadrayaan-3 Lander Latest Update: অবতরণের আগে চাঁদের ছবি পাঠাল চন্দ্রযান-৩! এই ক্যামেরা ‘ডেঞ্জার’ দেখাচ্ছে ISRO-কে

কখন চাঁদে অবতরণ করবে চন্দ্রযান ৩-র ল্যান্ডার? ইসরোর তরফে জানানো হয়েছে, বুধবার সন্ধ্যা ৬ টা ৪ মিনিট নাগাদ চাঁদে অবতরণ করবে চন্দ্রযান ৩-র ল্যান্ডার।

কখন থেকে চন্দ্রযান ৩-র চাঁদে অবতরণের লাইভ সম্প্রচার শুরু হবে? ভারতীয় মহাকাশ সংস্থার তরফে জানানো হয়েছে, বুধবার বিকেল ৫ টা ২০ মিনিট থেকে চন্দ্রযান ৩-র চাঁদে অবতরণের প্রক্রিয়ার সরাসরি সম্প্রচার শুরু হবে। অর্থাৎ সবকিছু ঠিকঠাক চললে চাঁদে অবতরণের শেষ ৪৪ মিনিটের যাত্রাপথ সরাসরি সম্প্রচার করবে ইসরো।

কোথায় কোথায় চন্দ্রযান ৩-র চাঁদে অবতরণের ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকা যাবে? ইসরোর অফিসিয়াল ওয়েবসাইট, ইসরোর ইউটিউব পেজ, ইসরোর ফেসবুক পেজ এবং ডিডি ন্যাশনাল টিভিতে সেই ঐতিহাসিক মুহূর্তের লাইভ সম্প্রচার হবে। সেইসঙ্গে হিন্দুস্তান টাইমস বাংলা এবং হিন্দুস্তান টাইমস বাংলার সোশ্যাল মিডিয়া পেজ থেকেও সেই ঐতিহাসিক ঘটনার সাক্ষী থাকতে পারবেন।

১) ইসরোর অফিসিয়াল ওয়েবসাইট: www.isro.gov.in

২) ইসরোর ইউটিউব পেজ: https://www.youtube.com/watch?v=DLA_64yz8Ss

৩) ইসরোর ফেসবুক পেজ: https://www.facebook.com/ISRO