Hurricane Hilary: অনেকেই ভাবছেন হিলারি ক্লিন্টনের নাম থেকেই ‘হারিকেন হিলারি’! কিন্তু সত্যি কি তাই

এই মুহূর্তে আমেরিকার আলোচনার বিষয় হারিকেন হিলারি। অনেকেরই ধারণা, এই ঝড়টির নামকরণ হয়েছে হিলারি ক্লিন্টনের নাম থেকে। কিন্তু সত্যি কি তাই? আসলে কী ঘটেছে?

এ জন্য প্রথমেই বুঝতে হবে, কোনও হারিকেন বা ঘূর্ণিঝড়ের নামকরণ কীভাবে হয়। ন্যাশনাল হারিকেন সেন্টারের মতে, একই সময়ে একাধিক ঝড় যখন চলে, তখন বিভ্রান্তি এড়াতে সাহায্য করার জন্য বিশেষ কায়দায় ঝড়ের নামকরণ করা হয়। আগে যদিও এর জন্য এক রকম নিয়ম ছিল। এখন আর এক রকম নিয়ম।

(আরও পড়ুন: বেজেছিল পাকিস্তানের মৃত্যুঘণ্টা, ঘূর্ণিঝড়ের হাত ধরে কীভাবে তৈরি হয় বাংলাদেশ?)

আগে কী ছিল? শত শত বছর ধরে, ঘূর্ণিঝড় কোন তারিখে স্থলভাগে পড়ত, তার সঙ্গে সন্তদের নাম জুড়ে এগুলির নামকরণ হত। কিন্তু সমস্যা দেখা দিল পরে। দেখা গেল হারিকেন সান ফেলিপে ১৩ সেপ্টেম্বর, ১৮৭৬ সালে পুয়েরতো রিকোতে আছড়ে পড়েছিল। আবার এই একই নামের ঝড় ১৩ সেপ্টেম্বর তারিখেই ১৯২৮ সালে ওই একই জায়গায় আছড়ে পড়ে। ফলে কোনটি কোন ঝড় গুলিয়ে গেল। তাই ১৯৫০ নাগাদ মার্কিন যুক্তরাষ্ট্র একটি আন্তর্জাতিক ব্যবস্থা গ্রহণ করে, যা নারীদের নামে ঝড়ের নামকরণ করে। এবং প্রতি মরশুমে ঝড়ের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি এই নামকরণগুলি হতে থাকে। একটি বর্ণানুক্রমিক ভাবে এটি এগিয়ে চলে। কিন্তু ১৯৭০-এর দশকের শেষের দিকে মার্কিন যুক্তরাষ্ট্র ঝড়ের নামকরণের ক্ষেত্রে লিঙ্গসমতা নীতি গ্রহণ করে এবং পুরুষ নামগুলিকে ভয়ঙ্কর ঝড়ের সঙ্গে যুক্ত করার অনুমতি দেয়।

(আরও পড়ুন: ঘূর্ণিঝড় বিপর্যয়, দুর্গত মায়ের চারদিনের শিশুকে বাঁচালেন মহিলা পুলিশ আধিকারিক,দেখুন video)

অ্যারিজোনার ক্ষেত্রে হয়তো প্রথমবার কোনও হারিকেন বা ঘূর্ণিঝড় এতটা উদ্বেগ তৈরি করেছে। কারণ অন্যান্য ট্রপিক্যাল ঘূর্ণিঝড়গুলি মার্কিন যুক্তরাষ্ট্রের এই অঞ্চলে পৌঁছোনোর আগেই শক্তি হ্রাস করে ফেলে। কিন্তু এক্ষেত্রে তা হবে না বলেই ধারণা। হারিকেন হিলারি তার বেশিরভাগ শক্তি বজায় রেখেই এখানে আছড়ে পড়েছে বলে মনে করা হচ্ছে।

(আরও পড়ুন: ঘূর্ণিঝড় ধেয়ে আসছে? তাণ্ডব চালাবে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে? জানাল আবহাওয়া দফতর)

আর এই নামটি কে দিয়েছে? আমেরিকার কোনও রাজনৈতিক দল বা তার সমর্থকরা কেউ নন। এটি একেবারেই ইউনাইটেড নেশনস-এর অন্তর্গত World Meteorological Organization-এর সিদ্ধান্ত। তাদের তরফেই এই নামকরণ করা হয়েছে।