Yuzvendra Chahal Reacts After Asia Cup 2023 Omission, Netizens Find Connection With Old Rohit Tweet

নয়াদিল্লি: আজ, সোমবার, ২১ অগাস্টই আসন্ন এশিয়া কাপের জন্য ভারতীয় দল (Indian Cricket Team) ঘোষণা করা হয়েছে। সেই দলে বেশ কিছু চমক রয়েছে। তরুণ তিলক ভার্মাকে দলে রাখা হয়েছে। তবে সকলকে খানিকটা চমকে দিয়েই দল থেকে বাদ পড়েছেন তারকা স্পিনার যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। এরপরেই সোশ্যাল মিডিয়ায় নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তিনি।

৩০ অগাস্ট থেকে শুরু এশিয়া কাপের পর পরই বসবে বিশ্বকাপের আসর। কারুর জন্য বিশ্বকাপের দরজা বন্ধ হয়ে যায়নি বলে সাংবাদিক বৈঠকে অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) দাবি করলেও, এশিয়া কাপের দলে যারা রয়েছেন, তাঁরাই যে বিশ্বকাপে সুযোগ পাওয়ার দৌড়ে রয়েছেন, তা মোটামুটি নিশ্চিত। সেক্ষেত্রে চাহালের বিশ্বকাপে সুযোগ পাওয়া নিয়েও বড় প্রশ্নচিহ্ন তৈরি হয়ে গেল। এরপরেই নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন চাহাল। সেই পোস্টে তিনি কিছুই লেখেননি, শুধু দুইটি ইমোজিই ব্যবহার করেছেন। তার মধ্য়ে একটিতে মেঘের আড়ালে সূর্য ও অপরটিতে সূর্যোদয় দেখা যাচ্ছে। 

 

চাহাল কিছু না লিখলেও, এই মেঘের আড়াল থেকে সূর্যোদয় যে তাঁর দলে বাদ পড়া এবং প্রত্যাবর্তনেরই ইঙ্গিতবাহী, তা বুঝতে খুব একটা বেগ পেতে হয় না। অনেকের আবার এর সঙ্গে বছর পাঁচেক আগে ভারতীয় দলের বর্তমান অধিনায়ক রোহিত শর্মার করা একটি পোস্টেরও মিল পাচ্ছেন।

 

চাহালের দল থেকে বাদ পড়া প্রসঙ্গে অজিত আগরকর ব্যাখা দেন যে দলে বাড়তি রিস্ট স্পিনার রাখার জায়গা ছিল না এবং দৌড়ে আপাতত চাহালের থেকে কুলদীপ যাদবই এগিয়ে রয়েছেন, সেই কারণেই চাহালকে দুর্ভাগ্যবশত বাদ পড়তে হয়। ভারতের জাতীয় দলের নির্বাচকপ্রধান আগরকর বলেন, ‘মাঝে মধ্যে দলের কম্বিনেশনের কথাও ভাবতে হয়। কুলদীপ এখন ওর চেয়ে একটু এগিয়ে। দুই জন রিস্টস্পিনার একসঙ্গে রাখা যায় না। অক্ষর পটেলও রয়েছে।’ চাহাল এই হতাশা পিছনে ফেলে আবার জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটাতে পারেন কি না এবং বিশ্বকাপের দলে তাঁর নাম থাকে কি না, এবার সেটাই দেখার বিষয়। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: ব্যাটিং অর্ডার নিয়ে গোঁড়ামি চান না, বিশ্বকাপের ফেভারিট তকমায় সায় নেই রোহিতের