Jadavpur Security System: সিসি ক্যামেরা তো শিশু, এবার যাদবপুরে RFID বসানোর কথা ভাবছে বিশ্ববিদ্যালয়, খেলা শুরু

যাদবপুরে সিসি ক্যামেরা নিয়ে বেজায় আপত্তি পড়ুয়াদের একাংশের। এতে নাকি তাঁদের ব্যক্তিগত পরিসর নষ্ট হয়ে যাবে। তবে এবার বিকল্প কিছু ভাবছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, এবার রেডিও ফ্রিকোয়েন্সি আইডেনটিফিকেশন সিস্টেম বিশ্ববিদ্যালয় চত্বরে বসানোর ব্যাপারে চিন্তাভাবনা চলছে। হস্টেল চত্বরেও এগুলি বসানো হতে পারে।

অন্তর্বর্তীকালীন ভিসি বুদ্ধদেব সাউ হিন্দুস্তান টাইমসকে জানিয়েছেন, শুধু সিসি ক্যামেরা বসানোটা যথেষ্ট নয়। RFID সিকিউরিটি সিস্টেম বসানো যায় কি না সেব্যাপারে বিশেষজ্ঞদের মতামত নেওয়া হবে।

অনেকেই বলছেন ওই রাতে সিসি ক্যামেরা থাকলে কীভাবে ছাত্র মৃত্যু হল তার একটা ধারণা করা যেত। কিন্তু বহু জায়গায় সিসি ক্যামেরা ছিল না ক্যাম্পাসে। তার জেরে অনেক কিছুতেই ধোঁয়াশা থেকে গিয়েছে।

এই রেডিও ফ্রিকোয়েন্সি আইডেনটিফিকেশন সিস্টেমটা আসলে কী?

এই রেডিও ফ্রিকোয়েন্সি আইডেনটিফিকেশন সিস্টেমের মাধ্য়মে কোনও বিষয়কে চিহ্নিত করা যায়। এদিকে দেশের সুরক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আরএফআইডি সিস্টেম। একটা সময় দিল্লির সীমান্তের বিভিন্ন পয়েন্টে এই সিস্টেম লাগু করা হয়েছে। ইলেকট্রোম্যাগনেটিক ব্যবস্থার মাধ্য়মে এটি যেকোনও প্রাণী বা বস্তুকে চিহ্নিত করতে পারে।

তবে ইউজিসি Ragging রুখতে যে সমস্ত নির্দেশগুলি করেছিল তার মধ্যে সিসি ক্যামেরাও ছিল। তবে সেই নির্দেশ মানা হয়নি যাদবপুরে। পুলিশ তদন্তে নেমে জানতে পারে বহু জায়গায় সিসি ক্যামেরায় বসানো ছিল না। কিছু জায়গায় সিসি ক্যামেরা বসানো থাকলেও তা কাজ করত না।

তবে এক আধিকারিকের মতে, ভূগোল ও অঙ্ক বিভাগে কিছু সিসি ক্যামেরা বসানো রয়েছে। বিশ্ববিদ্যালয়ের কিছু স্ট্যাটেজিক লোকেশনে সিসি ক্যামেরা বসানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হস্টেল ক্য়াম্পাসে এগুলি বসানো হবে।

এদিকে ইউজিসির কাছে যে দুটি রিপোর্ট পাঠিয়েছিল তাতে একেবারেই সন্তুষ্ট নয় ইউজিসি। বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন ভিসি বুদ্ধদেব সাউ জানিয়েছেন, ইউনিভার্সিটির অ্য়ান্টি Ragging কমিটি মিটিং হয়েছে। আমরা রিপোর্টগুলি দেখছি। এরপর ইউজিসির কাছে রিপোর্ট পাঠাব। আমরা আমাদের রিপোর্টে উল্লেখ করব যে আগের দিনগুলোতে কীভাবে ইউজিসির গাইডলাইন লাগু করার সময় বাধা দেওয়া হত।