Luna 25 Mission Failed: মুখ থুবড়ে পড়েছে রাশিয়ার চন্দ্রযান, শুনেই হাসপাতালে ছুটলেন মহাকাশ বিজ্ঞানী

লুনা-২৫। চাঁদের মাটি মুখ থুবড়ে পড়েছে রাশিয়ার চন্দ্রযান। মানে একথা বলাই যায় বছরের পর বছর ধরে রাশিয়া যে গবেষণা করে এসেছে সেটা কার্যত ব্যর্থ হল। আর সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয় হল সেই ঘটনার পরেই মিখাইল মারোভ নামে এক মহাকাশচারী অসুস্থ হতে শুরু করেন। দ্রুত তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি হতে শুরু করে। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর। এক্সপ্রেস সূত্রে খবর।

তাঁর বয়স ৯০ বছর। তিনি রাশিয়ার অন্যতম বিখ্যাত মহাকাশচারী। তিনি রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের এই মিশনের অন্যতম স্থপতি ছিলেন। কিন্তু মিশন ডাহা ফেল করেছে এটা শোনার পরেই তিনি ক্রমেই অসুস্থ হয়ে পড়তে শুরু করেন।

এর আগে পূর্বতন সোভিয়েত ইউনিয়নের মহাকাশ মিশনেও তিনি অংশ নিয়েছিলেন। আর এবারের মিশন ছিল তাঁর জীবনের সবথেকে বড় কাজ। তিল তিল করে স্বপ্ন বোনার কাজ শুরু হয়েছিল।

এদিকে মহাকাশ গবেষণায় কে কতটা এগিয়ে যাবে এনিয়ে দেশগুলির মধ্য়ে দীর্ঘদিন ধরেই নানা প্রতিযোগিতা চলে। ১৯৫০-এর দশকে রাশিয়া একাধিক দেশকে টেক্কা দিত। এরপর ১৯৬৯ সালে চাঁদে মানুষ পাঠিয়ে দেয় আমেরিকা। এরপর থেকেই দুই দেশের মধ্য়ে এনিয়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়ে যায়।

এদিকে পুতিন বর্তমান গবেষণার নির্দেশ দিয়েছিলেন। সেই মতো চাঁদের মাটিতে রাশিয়ার চন্দ্রযানকে নামানোর চেষ্টা করা হয়। কিন্ত শেষ মুহূর্তে সব শেষ।

সূত্রের খবর, ওই মহাকাশযানে কোনও মানুষ ছিলেন না। সেটা চাঁদের মাটিতে নামার আগে বনবন করে ঘুরতে শুরু করে। এরপর সেটা ভেঙে পড়ে বলে খবর। এদিকে এই ঘটনার পরে স্বাভাবিকভাবে অস্বস্তিতে পড়ে রাশিয়া। মনে করা হচ্ছিল রাশিয়ার প্রেসিডেন্ট এবার হয়তো এই কেলেঙ্কারির পেছনে যারা রয়েছেন তাদের চাকরি থেকে বরখাস্ত করতে পারেন। তবে তার আগেই অসুস্থ হয়ে পড়লেন বর্ষীয়ান মহাকাশ বিজ্ঞানী। তবে তিনি কেন অসুস্থ হয়ে পড়েন তা নিয়ে অবশ্য বিস্তারিতভাবে কিছু জানা যায়নি।