Viral news: খাবারের মতোই দাম খাবারের পাত্রের! রেস্তোরাঁর বিল নিয়ে বিরাট বিতর্ক

কথায় আছে, খাজনার চেয়ে বাজনা বেশি। তেমনটাই যেন হল এবার। সম্প্রতি অনলাইন খাবার ডেলিভারির অ্যাপে খাবার অর্ডার করেন এক মহিলা। তে রেস্তোরাঁ থেকে খাবার অর্ডার করেন, তারা খাবারের পাত্রেরও দাম ধার্য করে। কী ভাবছেন? এ আবার নতুন কী কথা! এমনটাই তো হয়ে থাকে? এ কথা ঠিক, অনলাইনে খাবার আনতে হলে পাত্রের দাম সবাই নেয়। তবে এই রেস্তোরাঁর পাত্রের দাম জানলে চোখ কপালে ভাবতে উঠতে বাধ্য। এমনকী দাম শুনলে‌ মনে হতে পারে, খাবার নয়, আপনি পাত্রটাই অর্ডার দিয়েছিলেন। রেস্তোরাঁ থেকে আদতে পাত্রটাই কিনছেন। সম্প্রতি ওই রেস্তোরাঁর বিলের ভিডিয়ো নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। তার পর থেকেই চোখ কপালে উঠেছে নেটিজেনদের। খাবারের দাম সমান দাম ওই পাত্রের। এমন গলা কাটা দাম নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।

(আরও পড়ুন: ‘পরের ছেলে পরমানন্দ’ মনোভাব নেই তো? যাদবপুর নিয়ে ভাবতে হবে সেখানকার শিক্ষকদেরও)

(আরও পড়ুন: জলের মতো একেবারে স্বচ্ছ! ‘ভাইরাল’ এই মাছ খেয়ে দেখবেন নাকি)

ঘটনাটা খুলে‌ বলা যাক। আমেদাবাদের এক মহিলা অনলাইনে দুধি থেপলা অর্ডার দিয়েছিলেন। প্রতি প্লেট ৬০ টাকা করে মোট ১৮০ টাকা তাতে যায়। এর পর বিলে যোগ করা হয় পাত্রের খরচ। দেখা যায় পাত্রের খরচই ৬০ টাকা। অর্থাৎ ওই টাকায় আরামসে আরেক প্লেট থেপলা অর্ডার করাই যায়‌। এই বিলের ছবিই তিনি টুইটারে পোস্ট করেন। পোস্ট করার পরেই তা দ্রুতগতিতে ভাইরাল হতে থাকে।

(আরও পড়ুন: ‘কমোডে মাথা ঢুকিয়ে ফ্লাশ করে দিত! ইঞ্জিনিয়ারিং কলেজের র‌্যাগিংও কম ভয়াবহ নয়’)

(আরও পড়ুন: ‘শাশুড়ি বউমার গল্পই যেন ফিরে আসে র‌্যাগিংয়ে’, মূল্যায়নে মনোবিদ পুষ্পা মিশ্র)

নেটিজেনরা রেস্তোরাঁর এই গলাকাটা দামের বিরুদ্ধে কমেন্ট সেকশনে সোচ্চার হয়‌। এক নেটিজেন লেখেন, এতরকম চার্জ ও দাম নেয় বলেই তিনি খাবার অর্ডার করা বন্ধ করেছেন। অন্য আরেক নেটিজেন লেখেন, এদের দেওয়া পাত্র কি ঘরে সাজিয়ে রাখতে হয়? নয়তো এত দাম কেন? রেস্তোরাঁর এই অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে অনেকে সরব হওয়ার দাবিও জানিয়েছেন।