‘ইউক্রেনে রাশিয়ার বিপক্ষে পূর্ণমাত্রায় যুদ্ধে ন্যাটো’

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও পুতিনের ঘনিষ্ঠ দিমিত্রি মেদভেদেভ জোর দিয়ে বলেছেন, ‘আমাদের প্রতিপক্ষরা প্রক্সি যুদ্ধে লিপ্ত হয়েছে। মস্কোর ঘাড়ের ওপর দাঁড়িয়ে কিয়েভ সরকারের হাত ধরে ইউক্রেনে লড়ছে তারা। যা পূর্ণমাত্রায় ও ভয়াবহ।’

ইউক্রেনে সংঘাতকে নিজেদের এবং ন্যাটোর মধ্যে একটি ‘প্রক্সি যুদ্ধ’ হিসেবে দেখে রাশিয়া। ২০০৮ সালের ওই সংক্ষিপ্ত রক্তক্ষয়ী সামরিক অভিযান এবং দক্ষিণ ওশেটিয়া ও আবখাজিয়াকে ‘স্বাধীন’ অঞ্চল হিসেবে স্বীকৃতির ১৫তম বর্ষপূর্তিতে সংবাদপত্রে নিবন্ধটি লিখেছেন রুশ নিরাপত্তা পরিষদের উপ চেয়ারম্যান মেদভেদেভ।

তিনি বলেন, মস্কো জর্জিয়ার বিচ্ছিন্ন অঞ্চল দক্ষিণ ওশেটিয়া ও আবখাজিয়াকে রুশ ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত করতে পারে। বিচ্ছিন্ন আবখাজিয়া ও দক্ষিণ ওশেটিয়া অঞ্চল নিয়ে তিবিলিসি ও মস্কোর মধ্যে সংক্ষিপ্ত কিন্তু রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল। সেই সময় অঞ্চলটিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় মস্কো।

মেদভেদেভ বলছেন, ইউক্রেনের ডনবাস অঞ্চলের ক্ষেত্রেও রাশিয়া একই পদক্ষেপ নেয়। শুরুতে ডনেস্ক ও লুহানস্ককে আলাদা রাষ্ট্র স্বীকৃতি দিলেও পরে অঞ্চল দুটিকে গণভোটে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে মস্কো। সূত্র: তাস