মৌলভীবাজার পৌর জামায়াতের আমির গ্রেফতার

বিশেষ ক্ষমতা আইনের মামলায় মৌলভীবাজার পৌর জামায়াতে ইসলামীর আমির মো. তাজুল ইসলামকে ( ৪৪) গ্রেফতার করেছে পুলিশ। 

বুধবার (২৩ আগস্ট) রাত ৯টার দিকে পৌর শহরের প্রেসক্লাব মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার তাজুল ইসলাম কুলাউড়া উপজেলার মাইজগাঁও গ্রামের মৃত সফর উদ্দিনের ছেলে।

মৌলভীবাজার সদর মডেল থানার ওসি মো. হারুনুর রশিদ বলেন, তাজুল ইসলামের বিরুদ্ধে বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনসহ একাধিক মামলা রয়েছে। এজন্য তাকে গ্রেফতার করা হয়েছে।