Chess World Cup: Praggnanandhaa Will Win If He Triumphs Against Magnus Carlsen Today

বাকু: একজনের বিশ্বব়্যাঙ্কিং এক। অন্যজনের তেইশ। কিন্তু সেই তেইশ নম্বরই কি না কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিশ্বসেরার দিকে! বুধবার জিতলেই বিরল নজির গড়বেন!

দাবায় বিশ্বচ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনকে (Magnus Carlsen) কঠোর পরীক্ষার মুখে ফেলে দিয়েছেন তেইশ নম্বর তারকা, ভারতের আর প্রজ্ঞাননন্দ (R Praggnanandhaa)। বিশ্ব চ্যাম্পিয়নশিপ দাবার ফাইনালে বিশ্বচ্যাম্পিয়ন কার্লসেনের বিরুদ্ধে সাদা ঘুটি নিয়ে প্রথম রাউন্ডে ড্র করেছেন প্রজ্ঞাননন্দ। ফাইনাল দুই রাউন্ডের হয়। আজ, বুধবার দ্বিতীয় রাউন্ডে জিতলেই ইতিহাস গড়বেন ভারতের দাবাড়ু। 

আজেরবাইজানের বাকুতে আজ জিতলেই প্রথমবার দাবা বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেই বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার নজির গড়বেন প্রজ্ঞাননন্দ। মঙ্গলবার সাদা ঘুটি নিয়ে খেলেন প্রজ্ঞাননন্দ। ইংলিশ ওপেনিংয়ে খেলে ৩৫ চালের পর কার্লসেনের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে নেন প্রজ্ঞাননন্দ। 

তবে লড়াই সহজ নয়। কারণ, বিশ্বসেরা হওয়ার পথে প্রজ্ঞাননন্দের পথের কাঁটা কার্লসেন পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন। মাত্র ৩২ বছর বয়সে। ২০০৪ সালে যিনি গ্র্যান্ডমাস্টার নর্ম পেয়েছিলেন। বুধবার সুবিধাজনক জায়গায় থাকবেন তিনি। কারণ, কার্লসেন খেলবেন সাদা ঘুটি নিয়ে। 

বুধবার যিনি জিতবেন, বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি তিনি পেয়ে যাবেন ১ লক্ষ ১০ হাজার মার্কিন ডলার পুরস্কারমূল্য। ভারতীয় মুদ্রায় অঙ্কটা প্রায় এক কোটি টাকা। 

২১ বছর আগে (২০০২ সালে) বিশ্বনাথন আনন্দ শেষ ভারতীয় হিসাবে দাবা বিশ্বকাপ জিতেছিলেন। তারপর থেকে আর কোনও ভারতীয় বিশ্বখেতাব জেতেননি। সোমবার ফ্যাবিয়ানো কারুয়ানাকে হারিয়ে আনন্দের পর মাত্র দ্বিতীয় ভারতীয় হিসাবে ফাইনালে পৌঁছে বিশ্বখেতাব জয়ের আশা জাগিয়েছিলেন প্রজ্ঞাননন্দ। বিশ্বকাপ ফাইনালে পৌঁছলেও, তেমনটা যে তিনি টুর্নামেন্টের শুরুতে কল্পনাও করেননি, সেকথাও জানিয়েছিলেন প্রজ্ঞাননন্দ। তবে তিনি জানিয়েছিলেন যে বিশ্বের এক নম্বর দাবাড়ুর বিরুদ্ধে লড়াই অবশ্যই করবেন তিনি। নিজের কথা রাখলেন ভারতীয় তরুণ।

নরওয়ের কার্লসেনের বিরুদ্ধে প্রথম রাউন্ডে এক চুলও জমি ছাড়েননি তিনি। কার্লসেনের বিরুদ্ধে এই নিয়ে ২০ বার মুখোমুখি হচ্ছেন প্রজ্ঞাননন্দ। গত বছরের ফেব্রুয়ারিতে এয়ারথিংজ় মাস্টার্সে জয় পেয়েছিলেন প্রজ্ঞাননন্দ। তবে হেড-টু-হেডে খানিকটা এগিয়েই নরওয়ের দাবাড়ু। তাঁকে বর্তমান বিশ্বের সেরা দাবাড়ু মনে করেন অনেকেই। কার্লসেনের রেকর্ডও ঈর্ষণীয়। তবে তাঁর কেরিয়ারে এখনও পর্যন্ত বিশ্বকাপ খেতাব অধরাই রয়েছে। সেই অধরা খেতাব জয়ের লক্ষ্যেই এদিন প্রজ্ঞাননন্দের মুখোমুখি হয়েছিলেন তিনি।

তবে ভারতীয় বিস্ময়বালকের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ড্র করেই সন্তুষ্ট থাকতে হল তাঁকে। আজ আবার গেম ২-এ মুখোমুখি হবেন দুজনে। সাদা নিয়ে খেলবেন কার্লসেন এবং কালো নিয়ে খেলবেন প্রজ্ঞাননন্দ। 

আরও পড়ুন: হোয়াইটওয়াশের হাতছানি, আয়ারল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টিতে কি সুযোগ পাবেন শাহবাজরা?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial