Chittaranjan Locomotive Works: বন্দে ভারতে লাগবে তো? ৪হাই স্পিড ইঞ্জিনের বরাত পেয়েও সন্দিহান চিত্তরঞ্জনের একাংশ

রেল বোর্ডের তরফে চারটি হাই স্পিড ইঞ্জিন তৈরির বরাত পেয়েছে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস (সিএলডব্লিউ)। পরীক্ষামূলক ভাবে এই ইঞ্জিনগুলি তৈরি করা হবে। দ্রুতগতির ট্রেন বন্দে ভারতে এই ইঞ্জিনগুলি ব্যবহার করা হবে বলে মনে করছে সংস্থাটি। তবে তা নিয়ে দ্বিমত সংস্থারই একাংশের মধ্যে।

যে চারটি ইঞ্জিন তৈরি বরাত মিলেছে তার নাম ‘পুশ-পুল এরোডায়ানামিক ইঞ্জিন’। ছাজার অশ্বশক্তির এই ইঞ্জিনগুলি সাধারণত হাই স্পিড ট্রেন ছোটানোর কাজে ব্যবহার করা হয়।

চিত্তরঞ্জনের ডেপুটি জেনারেল ম্যানেজার অমিত আগরওয়াল জানিয়েছেন, আপাতত পরীক্ষামূলক ভাবে চারটি ইঞ্জিন তৈরি করা হবে। আগামী সেপ্টেম্বর মাসে এই ইঞ্জিন তৈরির কাজ শেষ হবে। আমাদের লক্ষ্য হল, এই ইঞ্জিনের মাধ্যমে বন্দে ভারত ট্রেন ছোটানো।’

জানা গিয়েছে, চারটি ইঞ্জিন তৈরি হলে সেগুলি তামিলনাডুর ইন্টিগ্রাল কোচ ফ্যাক্ট্রিতে পাঠানো হবে। সেখানে বিশেষ ভাবে কোচ বানিয়ে ওই ইঞ্জিনগুলি দিয়ে পরীক্ষামূলক ভাবে ট্রেন চালিয়ে দেখা হবে। যদি ওই ইঞ্জিনগুলি পরীক্ষায় উত্তীর্ণ হয় তবে ভবিষ্যতে আরও বরাত পেতে পারেন বলে অমিত আগরওয়াল।

কর্তৃপক্ষের একাংশ মনে করছেন, বন্দে ভারতে ট্রেনের সঙ্গেই ইঞ্জিন তৈরি হয়। আলাদা করে ইঞ্জিন জুড়ে এই ট্রেন চালানো হয় না ফলে চিত্তরঞ্জন যে ইঞ্জিন তৈরির বরাত পরেয়েছে তা আদৌ বন্দে ভারত টানার ক্ষেত্রে ব্যবহার হবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দিহান তাঁরা।

সন্দিহান শ্রমিক সংগঠনগুলোও মনে করছে, এই ইঞ্জিন বন্দে ভারতে ব্যবহার নাও হতে পারে। আইএনটিইউসি-র কারখানা ইউনিটের সম্পাদক ইন্দ্রজিৎ সিংয়ের মতে, ‘এই ইঞ্জিনগুলি যদি পরীক্ষায় উত্তীর্ণ হয়, তা হলে ভালই।’ কারখানার লেবার উনিয়নের সম্পাদক রাজীব গুপ্তের প্রশ্ন,’রাশিয়ার একটি সংস্থার সঙ্গে বন্দে ভারত তৈরির জন্য চুক্তি করেছে ভারত। সেটি যদি কার্যকর হয় তখন চিত্তরঢ্জন কী করবে। ‘