Digha: দিঘায় যত্রতত্র পার্কিং, হকারি বন্ধ করল উন্নয়ন পর্ষদ, না মানলে বড় পদক্ষেপ

সৈকত শহর দিঘাকে আরও যানজট মুক্ত ও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে বড় পদক্ষেপ নিল দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। বুধবার থেকে আর যত্রতত্র পার্কিং করা যাবে না শহরের রাস্তা। পাশাপাশি পুরনো ও নতুন দিঘার হকারদের উদ্দেশে বার্তা দেওয়া হয়েছে, যত্রতত্র বা কেনাবেচা করা যাবে। পর্যটকদের যাতায়াতের সুবিধার জন্য সৈকতের গার্ডওয়ালের উপর বা নীচে এমনি বোল্ডারে বসা যাবে না পসরা নিয়ে।

যারা অবৈধ ভাবে সরকারি জায়গা দখল করে দোকান কিংবা গুমটি বানিয়ে ব্যবসা করেছিলেন তাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর জন্য সময়সীমা নির্দিষ্ট ছিল ২২ অগস্ট অর্থাৎ আজ বুধবার। এই সময়সীমার মধ্যে না উঠলে বড় পদক্ষেপ করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল।

কী ধরনের পদক্ষেপ করা হবে, তা জানিয়েছেন দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের আধিকারিক মানসকুমার মণ্ডল। তিনি বলেন,’নির্দেশিকা অনুযায়ী আমরা মাইকিং করে সকলকে জানিয়েছি। তারপরও যারা সরকারি নির্দেশিকা মানা হবে না তাদের ক্ষেত্রে কড়া ব্যবস্থা নেওয়া হবে।’ কী ব্যবস্থা নেওয়া হবে তা তিনি বলতে চাননি। তবে সরকারি আইন মেনেই ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।

(পড়তে পারেন। চন্দ্রযান ৩–এর অবতরণ সফল হবে, আশাবাদী ইসরোর ২ বাঙালি বিজ্ঞানীর বাবা–মা)

পর্ষদের থেকে আরও কিছু নির্দেশিকা জারি করা হয়েছে। রাস্তার ধারে কোনও ইমারতি বা নির্মাণ সামগ্রী ফেলে রাখা যাবে না। এ ক্ষেত্রে কারও ওইসব সামগ্রী রাস্তায় পড়ে থাকে তবে তাকে অবিলম্বে সেই সব সরিয়ে ফেলতে হবে। না হলে রাস্তার পড়ে থাকা সমাগ্রী উন্নয়ন পর্ষদের কর্মীরা বাজেয়াপ্ত করবেন।

গরু নিয়েও নির্দেশিকা

দিঘায় যত্রতত্র গরু চরে বেড়ানো নিয়েও নির্দেশিকা দিয়েছে পর্ষদ। বলা হয়েছে, বাজার-সহ জনবহুল এলাকায় গরু ঘুরে বেড়ানো বন্ধ করতে হবে। যাঁর গরু, তাঁকে সেগুলি নিজ দায়িত্বে রাখতে হবে। তা না হলে উন্নয়ন পর্ষদের কর্মীরা গরুগুলির আটক করবেন, মালিককে জরিমানাও করা হবে। অর্থাৎ পর্যটকরা যাতে মনোরম পরিবেশে সৈকতকে উপভোগ করতে পারেন তা নিশ্চিত করতে উদ্যোগী হয়েছে দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ।