Impact of Chandrayaan-3 on Share market: চন্দ্রযান আলো ফেলল শেয়ার বাজারেও, চড়ছে অভিযানের সঙ্গে যুক্ত কোম্পানির শেয়ার

চন্দ্রযান নেমেছে চাঁদের মাটিতে। ভারতের এই সাফল্যের ছাপ পড়ল এবার শেয়ার বাজারে। তবে সবথেকে বড় কথা, এই মহাকাশ গবেষণার সঙ্গে যুক্ত একাধিক কোম্পানির শেয়ার এবার হু হু করে চড়তে শুরু করেছে।

সেন্টাম ইলেকট্রনিক্সের স্টক বেড়েছে ১৪.৯১ শতাংশ। পরস ডিফেন্স অ্যান্ড স্পেস টেকনোলজি লিমিটেডের শেয়ার বেড়েছে ৫.৪৭ শতাংশ, MTAR টেকনোলজিসের শেয়ার ৪.৮৪ শতাংশ আর হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের শেয়ার বিএসইতি বেড়েছে ৩.৫৭ শতাংশ।

সেন্টাম অন্তত ২০০ মিশন ক্রিটিকাল মডিউল ডেলিভারি করেছে। চন্দ্রযান ৩ মিশনে এই ক্রিটিকাল মডিউল ডেলিভারি করা হয়েছে। কোম্পানির ওয়েবসাইটে একথা উল্লেখ করা হয়েছে। এমনটাই জানা গিয়েছে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে।

ভারত ফোর্জের শেয়ার চড়েছে ২.৮২ শতাংশ। অ্যাস্ট্রা মাইক্রোওয়েভ প্রোডাক্টের শেয়ার বেড়েছে ১.৭২ শতাংশ। লারসেন অ্যান্ড টুবরোর শেয়ার বেড়েছে ১.৪২ শতাংশ।

সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয় হল এদিন চাঁদের দিকে যত এগিয়েছে ততই বেড়েছে একাধিক কোম্পানির শেয়ার।

এমনকী গত ৫২ সপ্তাহ ধরে ঝিমিয়ে ছিল যে শেয়ার সেটাও চড়চড় করে বাড়তে শুরু করে।

মোতিলাল অসওয়াল ফাইনান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের অন্য়তম কর্তা সিদ্ধার্থ খেমকা চন্দ্রযান -৩ এর সাফল্য়ের আগেই জানিয়েছেন, যে সমস্ত ডিফেন্স কোম্পানি এই চন্দ্রযান-৩ এর জন্য যন্ত্রপাতি সরবরাহ করেছে তাদের শেয়ার চড়তে পারে।

স্টক্সবক্সের বিশ্লেষক রিচেস ভানারা জানিয়েছেন, ডিফেন্স কোম্পানি যেমন এল অ্যান্ড টি, MTAR, HAL তাদের শেয়ার চড়তে শুরু করেছে।

বিশেষজ্ঞদের মতে চন্দ্রযান-৩ এর সঙ্গে যুক্ত কোম্পানির শেয়ার ক্রমেই বাড়তে পারে।

এদিকে এদিন সন্ধ্যায় চাঁদের মাটি স্পর্শ করে চন্দ্রযান। একেবারে পালকের মতো নামে চন্দ্রযান।এদিকে গোটা বিশ্ব থেকে আসছে শুভেচ্ছা বার্তা। নাসা থেকেও এল শুভেচ্ছা। সেখানে লেখা হয়েছে, অভিনন্দন ইসরো। আপনাদের চন্দ্রযান-৩ এর চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে নেমেছে। ভারততে অভিনন্দন। ভারত হল চতুর্থ দেশ যারা সফলভাবে কোনও মহাকাশযানকে একেবারে সফট ল্যান্ড করিয়েছে চাঁদের মাটিতে। এই মিশনে আপনাদের অংশীদার হতে পেরে খুব আনন্দ লাগছে। নাসা এক্স প্লাটফর্মে একথা জানিয়েছে।