রাজ্য কমতে পারে বিদ্যুতের দাম, ইঙ্গিত মুখ্যমন্ত্রীর

রাজ্যে বিদ্যুতের দর কমতে পারে বলে ইঙ্গিত দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার মিলন মেলা প্রাঙ্গনে এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় বিদ্যুতের দাম কমার ইঙ্গিত দেন তিনি। তবে এব্যাপারে কোনও চূড়ান্ত রূপরেখা দেননি মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘রাজ্যের সাধারণ মানুষের জন্য দেউচা – পাচামিতে কয়লা খনি হচ্ছে। এই খনি চালু হয়ে গেলে আগামী ১০০ বছর আর আমাদের কয়লার জন্য ভাবতে হবে না। এছাড়া এই প্রকল্পে ১ লক্ষ মানুষের সরাসরি কর্মসংস্থান হবে। আরও কয়েকলক্ষ মানুষের কাজ হবে আনুসাঙ্গিক শিল্পে। বীরভূম তো বটেই, বর্ধমান, মুর্শিদাবাদ ও মালদার একাংশের মানুষ এই প্রকল্পের ফলে উপকৃত হবেন।’

মুখ্যমন্ত্রী বলেন, ‘এই প্রকল্প থেকে বিপুল পরিমাণে কয়লা উত্তোলন হবে। যার ফলে সস্তায় কয়লা পাওয়া যাবে। এর জেরে রাজ্যে বিদ্যুতের দামও কমবে।’

দেশে বিদ্যুৎ যে রাজ্যগুলিতে সব থেকে দামি তার মধ্যে অন্যতম পশ্চিমবঙ্গ। এই নিয়ে বিরোধীরা দীর্ঘদিন ধরে রাজ্য সরকারকে আক্রমণ করে চলেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, বিদ্যুতের দামের একাংশ ভাইপোর কাছে কাটমানি হিসাবে যায়। তাই দক্ষিণ কলকাতার বাইরে কাউকে বিদ্যুৎমন্ত্রী করেন না মমতা বন্দ্যোপাধ্যায়।