Saharanpur trolley accident: উত্তরপ্রদেশের সাহারানপুর দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৯, শোকপ্রাকশ যোগীর

উত্তরপ্রদেশের সাহারানপুর দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল নয়ে। বৃহস্পতিবার সকালেও আরও পাঁচটি মৃতদেহ উদ্ধার হয়েছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রাণহানির জন্য গভীর দুঃখ প্রকাশ করেছেন। সজন হারানো শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

সাহারানপুরের পুলিশ সুপার (শহর) অভিমন্যু মাঙ্গলিক জানিয়েছে, বৃহস্পতিবার সকালে নদী থেকে আরও পাঁচটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, ‘এখনও পর্যন্ত নয়টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সৌরভ নামে এক ব্যক্তি এখনও নিখোঁজ। উদ্ধারকারী দল তাঁকে খুঁজছে’। বুধবার নদী থেকে তিন মাসের এক শিশুসহ চারজনের দেহ উদ্ধার করা হয়।

সাহারানপুর জেলার গাঙ্গালহেরি থানার অন্তর্গত বাকাওয়ালি গ্রামের তীর্থযাত্রীরা একটি ট্রাকটারের ট্রলিতে বসে তীর্থযাত্রায় যাচ্ছিলেন। স্থানীয় বাসিন্দা তাঁদের ধামোলা নদীর উপচে পড়া জলে তলিয়ে যাওয়া রাস্তা পার না করতে বলে। কিন্তু না শুনেই রাস্তাটি পার হতে যায় ট্রাকটরটি।

(পড়তে পারেন। মিজোরামে রেল ব্রিজের ধ্বংসস্তুপ থেকে আর ২ মৃতদেহ উদ্ধার) 

(পড়তে পারেন। আধুনিক চিকিৎসায় অনাস্থা, ইউটিউব দেখে বাড়িতে সন্তান প্রসব করতে গিয়ে মৃত্যু মহিলার)

নদীর প্রবল স্রোতে ট্রাক্টর ট্রলিটি উল্টে যায়। গ্রামবাসীরাই পুলিশকে খবর দেন এবং ডুবে যাওয়া তীর্থযাত্রীদের বাঁচাতে উদ্ধার অভিযান শুরু করে। কিন্তু তা সত্বেও কাউকে বাঁচানো যায়নি।

পুলিশ সূত্র অনুযায়ী নিহতরা হলেন বালাওয়ালি গ্রামের বাসিন্দা মঙ্গলেশ (৫৫), অদিতি (৩), তিনা (১৩), সুলোচনা (৫৮), কিরণ (৩৫), একতা (১৪), অক্ষয় কুমার (২২), নীতীশ কুমার (৭) এবং কমনি (৮)।

এই নয়জনের মৃত্যুতে গ্রামে শোকের ছায়া নেমেছে। শোকস্তব্ধ পরিবারেরগুলির সঙ্গে দেখা করেছেন বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা।