YATRI SATHI APP: যাত্রী সাথী অ্য়াপ জানেন কতজন? মাথায় হাত ট্যাক্সি চালকদের, আলোচনায় বসল রাজ্য

যাত্রী সাথী অ্যাপ চালু হয়েছে রাজ্যে। কিন্তু ট্য়াক্সি চালকদের একাংশ এই অ্যাপ ঠিকঠাক মানছে না বলে খবর। তবে সূত্রের খবর, এই অ্য়াপ যাতে তাঁরা ব্যবহার করেন সেটা নিশ্চিত করার জন্য হলুদ ট্যাক্সি এবং অ্যাপ ক্যাব সংগঠনগুলির প্রতিনিধিদের সঙ্গে সম্প্রতি আলোচনা করেছেন। রাজ্যের তথ্য় প্রযুক্তি দফতরের সচিব রাজীব কুমার ও রাজ্য সরকারের ট্রাফিক বিভাগের আইজি সুকেশ জৈন এই মিটিংয়ে উপস্থিত ছিলেন। মূলত এই অ্যাপ সম্পর্কে আরও প্রচার করার উদ্যোগ নেওয়ার ব্যাপারে মতামত দিয়েছেন ট্যাক্সি চালকরা।

কিন্তু এই অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে ঠিক কী ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন হলুদ ট্য়াক্সি চালকরা? অনলাইন ক্যাব অপারেচটর্স গিল্ডের পক্ষ থেকে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। তাঁদের মতে, বেসরকারি অ্যাপগুলি যথেচ্ছ ভাবে ভাড়া কমিয়ে দিয়ে যাত্রী টানার চেষ্টা করতে পারে। এক্ষেত্রে সতর্ক হওয়া দরকার। আসলে অনেকের মতে হলুদ ট্যাক্সি চালকদের একাংশের মতে, যাত্রী না পেলে স্বাভাবিকভাবেই চালকদের ধরে রাখার ক্ষেত্রে নানা সমস্যা হতে পারে।

মূলত বেসরকারি অ্যাপ ক্য়াবের সঙ্গে পাল্লা দিতেই এই সরকারি যাত্রী সাথী অ্য়াপ চালু হয়েছে। ট্যাক্সি বুকিংয়ের ক্ষেত্রে কার্যকরী এই অ্যাপ। প্রাথমিকভাবে ৪৬১টি ট্যাক্সিতে এই অ্যাপ চালু হয়েছে। এরপর ধাপে ধাপে ১০০০ ট্যাক্সিকে এই অ্যাপের আওতায় আনা হবে।

ঠিক কী ভাবে কাজ করছে এই অ্যাপ? মূলত যাত্রী ও হলুদ ও সাদা নীল ট্যাক্সির মধ্য়ে সমণ্বয় করবে এই অ্য়াপ। দেখা যায় হাত দেখিয়ে ট্যাক্সি বলে চিৎকার করে ট্য়াক্সি দাঁড় করানোর একটা প্রবণতা থাকে। তবে এই অ্য়াপের মাধ্য়মে আপনি অনলাইনে ট্যাক্সি বুক করতে পারবেন। ওলা-উবারকে টক্কর দিতে এই যাত্রী সাথী অ্যাপ। যাত্রী সাথি অ্যাপের মাধ্যমে আপনি হলুদ ট্যাক্সি বুক করতে পারেন। এরপর আপনার লোকশন দেখে সেই ট্যাক্সি আপনার দোরগোড়ায় চলে আসতে পারবে। গুগুল প্লে স্টোর সহ একাধিক প্লাটফর্ম থেকে আপনি এই সরকারি অ্য়াপ ডাউনলোড করতে পারবেন। অ্যাপের নাম YATRI SATHI APP।

শিয়ালদা, দমদম বিমানবন্দর, কলকাতা টার্মিনাস, বিধানগর রোড স্টেশনে প্রি পেইড ট্য়াক্সি বুথ আর আপাতত থাকছে না। এবার অ্য়াপের মাধ্য়মে বুক করা যাবে ট্যাক্সি। কিন্তু তাতে যাত্রী ঠিক মতো না মেলায়, অনেকেই বিষয়টি ঠিকঠাক না জানায় বিভ্রান্তিকর অবস্থায় পড়েছেন ট্যাক্সি চালকরা।এবার তাদের সঙ্গে আলোচনা করে বিষয়টি আরও সহজ করার চেষ্টা করছেন পরিবহণ দফতরের আধিকারিকরা।