কাপলিং ছিঁড়ে গেল ভিস্তাডমের, শিলিগুড়িতে ইঞ্জিন এগিয়ে যেতেই চিৎকার যাত্রীদের

বর্ষার মধ্যে একের পর এক ঘটনা ঘটে চলেছে রেলে। কখনও লাইনের মাটি ধসে যাচ্ছে, কখনও লাইনে ত্রুটি দেখা দিচ্ছে। এবার একেবারে কাপলিং ছিঁড়ে রুদ্ধশ্বাস গতিতে এগিয়ে গেল ভিস্তাডমের ইঞ্জিন। অথচ দাঁড়িয়ে রইল ট্রেন বাকি অংশ নিয়ে। আজ শুক্রবার সকালে এই ঘটনার সাক্ষী থেকেছে মানুষজন। শিলিগুড়ি সংলগ্ন গুলমা স্টেশনের কাছে ভিস্তাডমের ইঞ্জিন ট্রেন থেকে ছেড়ে বেরিয়ে যায় বলে খবর। শিলিগুড়ি আর গুলমা স্টেশনের মাঝখানে হঠাৎই দাঁড়িয়ে পড়ে নিউ জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ারে আসা ট্যুরিস্ট স্পেশাল ভিস্তাডম।

এদিকে এই ঘটনা প্রত্যক্ষ করে চিৎকার জুড়ে দেন যাত্রীরা। যাত্রীদের এই চিৎকার শুনে সবাই আতঙ্কিত হয়ে পড়ে। এই ট্রেনের বাকি বগিগুলিকে পিছনে রেখেই বেশ খানিকটা এগিয়ে গিয়ে দাঁড়িয়ে পড়ে ভিস্তাডমের ইঞ্জিন। ঘটনাস্থলে ছুটে আসেন রেলকর্মীরা। তাঁরাও যাত্রীদের চিৎকার শুনতে পান। সেখানে এসে দেখেন, কাপলিং ছিঁড়ে যাওয়ায় ইঞ্জিন আর ট্রেনের বগির সংযোগ নষ্ট হয়। তবে বড় বিপদ ঘটতে পারত বলে মনে করছেন অনেকেই। রেল কর্মীদের কাছে পেয়ে ক্ষোভ জানাতে থাকেন ট্রেনের যাত্রীরা। পরে কাপলিং জুড়ে আলিপুরদুয়ার পাঠানো হয় ট্রেনকে।

অন্যদিকে কেন এমন ঘটনা ঘটল?‌ তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। যাত্রীদের নিরাপত্তা নিয়েও বিস্তর সমালোচনা শুরু হয়। তবে উত্তর–পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে বলেন, ‘‌এই ইঞ্জিন আর কামরার মাঝখানে যে কাপলিং থাকে, সেটা খুলে গিয়েছিল। তাই ইঞ্জিন এগিয়ে যায়। তবে কিছুক্ষণের মধ্যেই সেটি ঠিক করে দেওয়া হলে ট্রেনটি আলিপুরদুয়ারের উদ্দেশে রওনা দেয়। কখনও কখনও এমন ঘটে যায়। যদিও সেটা কাম্য নয়। তবে কী কারণে এমনটা হল সেটা খতিয়ে দেখতে হচ্ছে।’‌

আরও পড়ুন:‌ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সেনা পোশাক ক্যাম্পাসে কারা?‌ জানতে মামলা করল পুলিশ

আর কী জানা যাচ্ছে?‌ একদিকে ডুয়ার্সের প্রাকৃতির সৌন্দর্য অন্যদিকে কাঞ্চনজঙ্ঘা। এই প্রকৃতির মিশেলকে দেখতেই ছুটে যান পর্যটকেরা। আর পর্যটকদের সেটা চোখের সামনে তুলে ধরতেই এই ভিস্তাডম তৈরি করা হয়। আর এখানের কামরায় যাত্রীদের নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। এই ভিস্তাডম স্পেশাল কোচের বিশেষত্ব হল ট্রেনের ছাদ পুরোপুরি কাচের। বড় বড় কাচের জানালা। আসনগুলি ১৮০ ডিগ্রি ঘোরাতে পারেন যাত্রীরা। আর এভাবেই চা–বাগানের বুক চিড়ে প্রকৃতির কোলে ভেসে আনন্দ উপভোগ করতে চান তাঁরা। তারপর শৈলশহরে পৌঁছতেই যেন সবটা মনে হয় স্বপ্নপুরী। আর সেখানেই আজ বিভ্রাট ঘটল।