Raksha Bandhan 2023 Tips: ভাইয়ের মঙ্গলার্থে রাখি পরানোর সময় ভুলেও এই কাজগুলি নয়, জেনে নিন কী কী অবশ্যই করণীয়

ভাই বোনের বিশেষ সম্পর্ক উদযাপন করার জন্য আরও একটি বিশেষ তিথি এসেই গেল। আর কদিন পরেই রাখি পূর্ণিমা। ভাইদের মঙ্গল কামনায় সকলেই তাঁদের হাতে রাখি পরাবেন। চলবে উপহার দেওয়া নেওয়া এবং অবশ্যই মিষ্টিমুখ পর্ব। আজকাল যদিও অনেকেই বোনকেও রাখি পরান। মোদ্দা কথা, ভাই হোক না বোন তাঁদের মঙ্গলার্থে, ভালো থাকার কামনা করে এই রাখি পরানো হয় কিন্তু অনেক সময়ই আমরা জানি না যে এই বিশেষ দিনে কী করা উচিত আর কী নয়। সেটাই এক ঝলক দেখে নিন।

এই বছর ৩০ অগস্ট পড়েছে রাখি পূর্ণিমা। এদিন ভাই বা বোনের হাতে রাখি পরানোর আগে কী কী অবশ্যই মনে রাখবেন আর কী কী করবেন না দেখুন।

রাখি পরানোর আগে যা যা করবেন।

এই দিনটা যেহেতু ভাই বা বোনকে বিপদের হাত থেকে রক্ষা করার জন্য তাঁদের মঙ্গলার্থে উদযাপন করা হয় তাই এদিন পরিষ্কার, পরিচ্ছন্ন থাকা, ঘর পরিষ্কার রাখা বাঞ্ছনীয়। স্নান সেরে কাচা জামা কাপড় পরেই রাখি পরানো উচিত।

কোন দিকে মুখ করে রাখি পরাচ্ছেন সেটাও কিন্তু খুব জরুরি। খেয়াল রাখবেন আপনার ভাই যেন উত্তর বা পূর্ব দিকে মুখ করেই বসেন। মনের ভুলেও তিনি যেন দক্ষিণে মুখ না করেন।

আপনি হন বা আপনার ভাই দুজনেই মাথা ঢেকে রাখবেন। আপনি ওড়না দিয়ে, আর ভাইকে রুমাল দিয়ে মাথা চাপা দিতে বলবেন।

আরও পড়ুন: ভাইকে হাতে বানানো উপহার দিতে চান? ঝটপট জেনে নিন ইউনিক এই আইডিয়াগুলি

আরও পড়ুন: ভাই বা বোন ভীষণ ঘুরতে ভালোবাসেন? রাখিতে উপহার হিসেবে দিন এই জিনিসগুলি

রাখি পরানোর আগে অবশ্যই ঈশ্বরের কাছে ভাই বা বোনের মঙ্গল কামনা করবেন। তারপর রাখি পরিয়ে তাঁর মাথায় টিলই কেটে আপনার ইষ্ট দেবতার কাছে প্রার্থনা করুন।

যা যা করবেন না।

রাহু কাল বা গ্রহণের সময় যেন ভুলেও রাখি পরাবেন না। এটা অত্যন্ত অশুভ একটা জিনিস।

চেষ্টা করবেন এমন রাখি কিনতে যেখানে ওম, বা স্বস্তিক চিহ্ন আছে। এগুলো পবিত্র চিহ্ন। ক্ষতিকর, খারাপ কোনও আছে এমন রাখি ভুলেও কিনবেন না।

ভাই বা বোনকে রাখিতে কখনও কোনও ধারাল অস্ত্র উপহার দেবেন না। আর রাখি সর্বদা ডান হাতে পরাবেন।