ছাত্রী খুনের ঘটনায় উত্তপ্ত পাহাড়, ২৪ ঘণ্টা দার্জিলিং বনধের ডাক GJM, হামরোর

শিলিগুড়ির মাটিগাড়ায় স্কুলছাত্রীকে খুনের ঘটনায় এবার ২৪ ঘণ্টার দার্জিলিং বনধের ডাক দিল পাহাড়ের রাজনৈতিক দলগুলি। শনিবার দার্জিলিং ও কালিম্পংয়ে এই বনধের ডাক দেওয়া হয়েছে। ১৭ বছর বয়সী এক স্কুল ছাত্রীকে ধর্ষণ করে খুনকে কেন্দ্র উত্তপ্ত পাহাড়ের পরিস্থিতি। এর আগে ১২ ঘণ্টার শিলিগুড়ি বনধের ডাক দিয়েছিল বিশ্ব হিন্দু পরিষদ। যদিও ওই বনধের বিরোধিতা করে তৃণমূল।

বিমল গুরুং-এর নেতৃত্বাধীন গোর্খা জনমুক্তি মোর্চা (জিজেএম), কমিউনিস্ট পার্টি অফ রেভল্যুশনারি মার্কসিস্ট (সিপিআরএম) এবং অজয় এডওয়ার্ডসের নেতৃত্বাধীন হামরো পার্টি শুক্রবার জানিয়েছে, শনিবার দার্জিলিং এবং কালিম্পং-এ ২৪ ঘন্টার সাধারণ ধর্মঘট পালন করা হবে।

একই ইস্যুতে শনিবার পাহাড়ে ১২ ঘণ্টার বনধের ডাক দেয় গোর্খা সেবা সেনা নামে নতুন একটি দল। তার ঠিক পরপরই পাহাড়ে ২৪ ঘণ্টার ডাক দেয় বিমল, অজয়ের দল। দার্জিলিং শহরের বেশ কয়েকটি অরাজনৈতিক সংগঠনও শনিবার সন্ধ্যায় একটি সমাবেশের ডাক দিয়েছে।

(পড়তে পারেন। ধূপগুড়িতে যৌথসভা অধীর-সেলিমের, ‘ইন্ডিয়া’ জোট নিয়ে কি কর্মীদের ধোঁয়াশা কাটবে?)

সিপিআরএম নেতা শেখর ছেত্রী বলেন, ‘মেয়েটি এবং তার পরিবারের ন্যায়বিচারের দাবিতে আমাদের এই বনধকে সমর্থন করা জন্য পাহাড়বাসীর কাছে আবেদন করছি।’

হামরো পার্টির নেতা পুরান তামাং বলেন,’মৃত স্কুল ছাত্রী গোর্খা সম্প্রদায়ের সদস্য। তাই আমরা পাহাড়ে আমাদের সকল ভাই ও বোনদের এই দাবিকে সমর্থন করার জন্য আবেদন জানাচ্ছি।’

এই ঘটনা ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা বিভাগ) রাজেন ছেত্রী বলেন, ‘তদন্ত চলছে। আমরা এখনও ময়নাতদন্তের রিপোর্ট পাইনি।’