Raksha bandhan 2023: প্রতিটি ব্লকে হবে ‘অবিচ্ছিন্ন বাঁধন’ কর্মসূচি, ৫০ হাজার মহিলাকে রাখি দেবে TMC

আর কয়েকটা দিন পরেই রাখি উৎসব। প্রতিবছর রাখি উৎসব পালন করে থাকে তৃণমূল কংগ্রেস। তবে আগামী বছর রয়েছে লোকসভা নির্বাচন। তাই এ বছর রাখি উৎসবে জনসংযোগ বাড়াতে চাইছে তৃণমূল কংগ্রেস। সেই লক্ষ্যে এবার রাখি পূর্ণিমায় ১০ হাজার বাড়িতে পৌঁছনোর টার্গেট নিয়েছে তৃণমূল কংগ্রেস। বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের রাখি পরাবে মহিলা তৃণমূল কংগ্রেস। প্রায় ৫০ হাজার মহিলাকে রাখি পরানোর টার্গেট রয়েছে মহিলা তৃণমূল কংগ্রেসের। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘অবিচ্ছিন্ন বাঁধন’। এই কর্মসূচির ট্যাগলাইন হল, ‘অবিচ্ছিন্ন বাঁধন, রাখিবন্ধন হোক আরও শক্তিশালী’। 

আরও পড়ুন: ২০০ বছর পর রাখী পূর্ণিমায় বিরল সংযোগ, গুরু-শনির কৃপায় ভাগ্য খুলবে এই ৩ রাশির

দলের তরফে সিদ্ধান্ত হয়েছে, রাজ্যের ৩৪১ টি ব্লকেই এই কর্মসূচি পালন করবে মহিলা তৃণমূল কংগ্রেস। এছাড়া, কলকাতা পুরসভার প্রত্যেকটি ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের হাতে রাখি পরানো হবে। প্রসঙ্গত, গত বছরে একইভাবে বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের হাতে রাখি পরিয়ে ছিল মহিলা তৃণমূল কংগ্রেস। এ বিষয়ে তৃণমূলের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সৌভ্রাতৃত্বের বন্ধন হিসেবে রাখি উৎসব পালন করে পথ দেখিয়েছিলেন। তাই প্রত্যেকটি বাড়িতে পৌঁছতে চাই তৃণমূল কংগ্রেস। মেয়েদের হাতেই ঘরের বন্ধন তৈরি হয়। তাই তাদের হাতে রাখি পরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি প্রত্যেকবারের মতো এই দিনটিকে সংস্কৃতি দিবস হিসেবে পালন করবে তৃণমূল কংগ্রেস। সমস্ত ব্লক এবং পুরসভাতে এই কর্মসূচির উদ্বোধন করবে যুব ও ক্রীড়া দফতর। তার জন্য প্রতিটি ব্লকে ১ হাজারটি করে রাখি দেওয়া হবে। মন্ত্রী অরূপ রায় জানিয়েছেন, এই রাখির নকশা তৈরি করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশে রাখি দিয়ে এই কর্মসূচি করা হবে।

তবে শুধু তৃণমূলই নয় রাখি উৎসবে বিজেপিও মানুষের কাছে পৌঁছবে বলে জানা গিয়েছে। সম্প্রতি বিজেপির কেন্দ্রীয় নেতা ধর্মেন্দ্র প্রধান বাংলায় এসে বড় করে রাখি উৎসব পালনের বার্তা দিয়েছিলেন। সেই উৎসবে জনসংযোগে জোর দেওয়ার কথা তিনি জানিয়েছিলেন। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি রাখি সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলাদের কাছে পৌঁছানোর ওপর জোর দিয়েছেন। রাখি উৎসবের সময় বাড়ি বাড়ি পৌঁছে মুসলিম মহিলাদের হাতে রাখি পরানোর পরামর্শ দিয়েছেন ।