Vikas Malu Accident Case: পেট্রোল ট্যাঙ্কারে রোলস রয়েসের ধাক্কায় অগ্নিকাণ্ড, আহত কুবের গোষ্ঠীর ডিরেক্টর বিকাশ মালু

এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে হরিয়ানার নুহ জেলায়। সেখানে পেট্রোল ট্যাঙ্কারে রোলস রয়েসের ধাক্কায় ভয়াবহ দুর্ঘটনা ঘটে যায়। ঘটনায় আহত হয়েছেন কুবের গোষ্ঠীর ডিরেক্টর বিকাশ মালু। তাঁর সঙ্গে আহত হয়েছেন আরও ২ জন। আপাতত গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি রয়েছেন বিকাশ।

 দুর্ঘটনার পরই আগুন লেগে যায় গাড়িতে। দাউদাউ করে বের হতে দেখা যায় আগুন। কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। জানা গিয়েছে, রোলস রয়েস গাড়িটি পেট্রোল ট্যাঙ্কারে ধাক্কার পরই রোলস রয়েসে আগুন লেগে যায়। হরিয়ানার নুহতে দিল্লি- মুম্বই-বরোদা- এক্সপ্রেসওয়েতে এই ঘটনা ঘটে যায়। সেখানে উরমি গ্রামের নাগিনা পুলিশ স্টেশনের আওতায় এই ঘটনা ঘটে। ঘটনার পরই তদন্তে নামে পুলিশ। এদিকে, ওই ঘটনায় ট্যাঙ্কারের চালক ও তাঁর সহযোগী মারা যান। মৃতরা ট্যাঙ্কারের চালক রামপ্রীত ও  তাঁর খালাসি কুলদীপ। জানা গিয়েছে, আরও একটি গাড়িতে ছিলেন কয়েকজন। দুর্ঘটনার পরই সেই গাড়ির সকলে বেরিয়ে এসে রোলস রয়েস থেকে কয়েকজনকে উদ্ধার করেছেন। ( ব্যাঙ্কে মাত্র ১৭ টাকা রেখে ১০০ কোটির চেক প্রণামী বাক্সে ফেললেন ভক্ত! কোন মন্দিরে ঘটল এমন?)

(SC on Manipur: মণিপুরের হিংসায় সিবিআই মামলাগুলির শুনানি অসমে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের)

( ‘মিথ্যা কথা’, লাদাখ নিয়ে মোদীকে খোঁচা রাহুলের! পিএলএ ইস্যুতে বিস্ফোরক কংগ্রেস সাংসদ)

এদিকে, রোলস রয়েসে বিকাশ মালু ছাড়াও তসবির ও দিব্যা নামে আরও ২ জন ছিলেন বলে জানা গিয়েছে। তবে বিকাশ মালু নিজে কতটা আহত , তা জানা যায়নি। তাঁর শারীরিক অবস্থা আপাতত কেমন, তা নিয়ে রয়েছে জল্পনা। হরিয়ানার নুহ এলাকার পুলিশের সুপারিন্টেডেন্ট নরেন্দ্র বিরজানিয়া জানিয়েছেন, এই দুর্ঘটনা ঘিরে দায়র হয়েছে এফআইআর। তাঁরা তদন্তে নামছেন বলেও জানিয়েছেন। এদিকে এখনও পর্যন্ত জানা যায়নি, রোলস রয়েসে থাকা বাকি দুই আহত দিব্যা ও তসবির কেমন রয়েছেন। খোঁজ চলছে বিকাশ মালুর স্বাস্থ্য পরিস্থিতি নিয়েও।