কালভার্টে ধাক্কা, চাকা খুলে বাস পড়ল রাস্তার পাশে! বাঁকুড়ায় ভয়াবহ বাস দুর্ঘটনায় আহত ৫০

ভয়াবহ দুর্ঘটনায় ৫০ জন আহত হয়েছেন বাঁকুড়ায়। বাঁকুড়ার শালতোড়ে বাসের দুর্ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, নিয়ন্ত্রণ হারিয়ে কালভার্টে ধাক্কা মেরে রাস্তার ধারের জমিতে উল্টে যায় যাত্রীবাহী বাস। বাঁকুড়ার শালতোড়ের এই দুর্ঘটনা শনিবার দুপুরে হয়েছে বলে খবর।

জানা গিয়েছে, ওই যাত্রীবাহী বাসটি পুরুলিয়ার দিকে যাচ্ছিল। বাসটি রানীগঞ্জ থেকে রওনা দিয়েছিল বলে খবর। পথের মাঝে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাস। এরপরই তা কালভার্টে ধাক্কা মারে। পরে সেখান থেকে ছিটকে যায় পাশের জমিতে। সেখানে উল্টে গিয়ে পড়ে বাসটি। শালতোড়া কলেজ মোড়ের কাছাকাছি আসতেই বাসটির স্টিয়ারিং বিকল হয়ে গিয়েছিল বলেও খবর। বাসের ধাক্কার তীব্রতা এতটাই ছিল যে বাসের সামনের দুটি চাকা এক্সেল সমেত খুলে গিয়ে আটকে যায় কালভার্টে। এরপর সামনের দুটি চাকাবিহীন বাসটি, খানিকটা এগিয়ে গিয়ে সামনের জমিতে গিড়ে পড়ে। এমন ভয়াবহ কাণ্ড দেখে এগিয়ে আসেন স্থানীয়রা। তাঁরা সেখানে গিয়ে আহতদের উদ্ধার করেন প্রাথমিকভাবে। অন্তত পক্ষে ৫০ জন এই ঘটনায় আহত হয়েছেন বলে খবর।

( ‘ওর বাবা-মা স্ট্রিক্ট হতে বলেছিলেন,’ স্কুলে মুসলিম ছাত্রকে সহপাঠীর মারধরকাণ্ডে বললেন অভিযুক্ত শিক্ষিকা)

( সরকারি কর্মচারীর মৃত্যুতে সন্তানের চাকরি পাওয়া বংশগত অধিকার নয়, পর্যবেক্ষণ হাইকোর্টের)

জানা গিয়েছে, আহতদের স্থানীয় শালতোড় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। উল্লেখ্য, শহর কলকাতাই হোক বা জেলা, একাধিক জায়গায় পর পর দুর্ঘটনার জেরে বহু খবর শিরোনামে আসছে। এদিকে, সদ্য কলকাতায় সৌরনীলের মৃত্যুর খবরে শহর অগ্নিগর্ভ হয়ে ওঠে। স্কুল যাওয়ার সময় ওই শিশুর মৃত্যু হয় লরির ধাক্কায়। বারবার প্রশাসনের তরফে ‘সেফ ড্রাইভ সেভ লাইভ’-এর বার্তা দিয়ে নানান উদ্যোগ নেওয়া হলেও, বিধি ভাঙার প্রবণতা বহু ক্ষেত্রেই দেখা যায়।সৌরনীলের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে শহরে মৌন মোমবাতি মিছিল দেখা যায়। সৌরনীলের স্কুলের তরফেও দেখা গিয়েছিল শোকসভা। চোখের জলে শহর কলকাতা বিদায় দিয়েছে ফুটফুটে সৌরনীলকে। যে শোক আজও ভুলতে পারেনি বেহালা। শুধু কলকাতাই নয়। সদ্য মুর্শিদাবাদেও একটি ভয়াবহ পথ দুর্ঘটনা দেখা যায়। বাড়ি থেকে বাইকে করে জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় মৃত্যু হয় এক তরুণ পড়ুয়ার । কলেজে পরীক্ষা দিতে যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ওই ছাত্রের। এরপর সামনে এল বাঁকুড়ার ঘটনা।