Asia Cup 2023: BCCI President Roger Binny Likely To Travel To Pakistan Following PCB’S Request

নয়াদিল্লি: আর দিনকয়েকের অপেক্ষা, তারপরেই শুরু হয়ে যাবে এশিয়া কাপ (Asia Cup 2023)। এ বারের এশিয়া কাপ যুগ্মভাবে পাকিস্তান ও শ্রীলঙ্কায় আয়োজিত হবে। প্রাথমিকভাবে পাকিস্তানে গোটা টুর্নামেন্টটি আয়োজিত হওয়ার কথা থাকলেও, ভারতীয় দল সেদেশে খেলতে রাজি হয়নি। তাই হাইব্রিড মডেলেই আয়োজিত হচ্ছে এবারের টুর্নামেন্ট। তবে টিম ইন্ডিয়া ম্যাচ খেলতে না গেলেও, বোর্ড সভাপতি পাকিস্তানে যেতে পারেন।

একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে ভারতীয় বোর্ড (BCCI) সভাপতি রজার বিনি (Roger Binny) এবং সহ-সভাপতি রাজীব শুক্ল (Rajiv Shukla) পাকিস্তানে এশিয়া কাপের প্রথম সপ্তাহের ম্যাচ দেখতে উপস্থিত থাকতে পারেন। তবে বিনি পাকিস্তানে গেলেও বোর্ড সচিব জয় শাহ (Jay Shah) পাকিস্তানে যাবেন না বলেই খবর। তাঁকেও পাকিস্তান বোর্ডের তরফে আমন্ত্রিত করা হলেও, শাহ পড়শি দেশে যেতে আগ্রহী নন বলেই খবর। বিনি, শাহদের পাশাপাশি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের অংশ বাকি বোর্ডগুলির সদস্যদেরও পিসিবির (PCB) তরফে টুর্নামেন্টের প্রথম ম্যাচে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

পাকিস্তান ও নেপালের ম্যাচ দিয়েই ৩০ অগাস্ট টুর্নামেন্টটি শুরু হবে। ভারত অবশ্য নিজেদের সবকয়টি ম্যাচই শ্রীলঙ্কায় খেলবে। দ্বীপরাষ্ট্রেই ভারত ও পাকিস্তানের মহাদ্বৈরথটি আয়োজিত হবে। ২ সেপ্টেম্বর পাল্লেকেলে স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। এই এশিয়া কাপের জন্য ঘোষিত ভারতীয় দলে সুযোগ পেয়েছেন তিলক ভার্মা। তরুণ ব্যাটার প্রথমবার ভারতের ওয়ান ডে দলে সুযোগ পেয়েছেন। তবে তিলক এশিয়া কাপে নিজের ওয়ান ডে ঘটাক, চান না প্রাক্তন নির্বাচক প্রধান কৃষ্ণমাচারি শ্রীকান্ত।

এক সাক্ষাৎকারে শ্রীকান্ত বলেন, ‘তিলক ভার্মাকে কখনওই এত বড় একটা ইভেন্টে অভিষেকের জন্য বাছা উচিত নয়। টিম ম্য়ানেজমেন্টের উচিত তার আগে দ্বিপাক্ষিক ওয়ান ডে সিরিজে তিলককে খেলানো। তাঁকে সুযোগ দেওয়া। তিলক নিঃন্দেহে প্রতিভাবান ক্রিকেটার। এশিয়া কাপের মত মঞ্চ ওর জন্য সত্য়িই দারুণ একটা সুযোগ এনে দেবে। এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে আমরা দেখেছি তিলককে, কতটা পরিণত ব্যাটিং করে ও। যা ওকে সাহায্য করবে এশিয়া কাপে ভাল পারফর্ম করতে।’

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: বিশ্বকাপে তিন না চার, কত নম্বরে ব্যাটিং করা উচিত কোহলির? মতামত জানালেন ডিভিলিয়ার্স