Asia Cup 2023: Kusal Perera And Avishka Fernando Tested Positive For Covid-19, Dushmantha Chameera Could Miss Entire Asia Cup

কলম্বো: এশিয়া কাপ (Asia Cup) শুরু হতে আর মাত্র চারদিন বাকি। তার আগে সমস্যায় গতবারের চ্যাম্পিয়নরা। টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই একের পর এক ধাক্কায় জর্জরিত শ্রীলঙ্কা (Sri Lanka Cricket Team)।

গোটা এশিয়া কাপ থেকেই কার্যত ছিটকে গিয়েছেন দুষ্মন্ত চামিরা। গ্রুপ পর্বে ওয়ানিন্দু হাসারাঙ্গাকে পাওয়ার সম্ভাবনাও কম। তার ওপর করোনা আক্রান্ত হয়েছেন কুশল পেরেরা ও আবিষ্কা ফার্নান্দো। আপাতত কোয়ারেন্টাইনে রয়েছেন দুজনে। পর্যবেক্ষণে রাখা হয়েছে দুই ক্রিকেটারকে। ফিট না হয়ে উঠলে প্রথম ম্যাচের আগে উদ্বেগ বাড়বে শ্রীলঙ্কা শিবিরে।

লঙ্কা প্রিমিয়ার লিগে খেলার সময় কাঁধে চোট পেয়েছিলেন চামিরা। এমনিতেই গোড়ালির চোট সারিয়ে ফিরেছিলেন তিনি। গোড়ালিতে অস্ত্রোপচারও করাতে হয়েছিল। তারপর ফের চোট পেয়েছেন। ৭ জুন শেষ ওয়ান ডে ম্যাচ খেলেছিলেন চামিরা। আফগানিস্তানের বিরুদ্ধে সেই ম্যাচে ৬৩ রানে ৪ উইকেট নিয়েছিলেন চামিরা। তবে বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বে কোনও ম্যাচ খেলেননি। যোগ্যতা অর্জনকারী পর্বের প্রস্তুতি নেওয়ার ফাঁকেই তিনি চোট পেয়েছিলেন।

শ্রীলঙ্কার টিম ম্যানেজার মাহিন্দা হালানগোড়া জানিয়েছেন, এশিয়া কাপ থেকে সম্ভবত ছিটকেই যাবেন চামিরা। তবে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এখনও চূড়ান্ত রিপোর্টের অপেক্ষায় রয়েছে।

 

চোট সমস্যা রয়েছে ওয়ানিন্দু হাসারাঙ্গারও। এলপিএলে খেলতে পারেননি হাসারাঙ্গা। তাঁর ঊরুতে চোট ছিল। গ্রুপ পর্বে বাংলাদেশ ও আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচের আগে হাসারাঙ্গার ফিট হয়ে ওঠার সম্ভাবনা নেই বলেই খবর। শ্রীলঙ্কা সুপার ফোরে উঠলে হাসারাঙ্গার খেলার ক্ষীণ সম্ভাবনা রয়েছে। তবে যদি নতুন করে চোট লাগার আশঙ্কা না থাকে, তবেই। কারণ, বিশ্বকাপের আগে হাসারাঙ্গাকে নিয়ে তাড়াহুড়ো করতে চাইছে না শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। দলের প্রধান পেসার চামিরাকে নিয়েও বিশ্বকাপের আগে ঝুঁকি নিতে নারাজ শ্রীলঙ্কা। 

আরও পড়ুন: ODI World Cup 2023: শৈলশহরে শিশিরে ঘুরে যেতে পারে ম্যাচের মোড়, বিশ্বকাপে ধর্মশালায় ধুন্ধুমারের অপেক্ষা

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial